X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কে জিতবেন ব্যালন ডি'অর?

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ২০:৫১আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২০:৫২

কাকাই সর্বশেষ ‘ভাগ্যবান’। ২০০৭ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের (বর্তমানে ব্যালন ডি'অর) খেতাব জিতেছিলেন তিনি। এরপর থেকেই ফিফা বর্ষসেরার ট্রফিতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ‘দুই-চ্ছত্র’ আধিপত্য। এই দুজনের দাপটে সোনালি বলটা স্বপ্ন হয়ে থেকে গেছে জাভি-ইনিয়েস্তা-নয়্যারদের মতো বিশ্বসেরা খেলোয়াড়দের জন্যও। পর পর টানা আট বার এই দুজনের রাজত্ব। অন্যদের লড়াই যেন শুধু সেরা তিনে থাকার। 

আগামীকাল সোমবার ২০১৫ সালের ব্যালন ডি'অর জয়ীর নাম ঘোষণা করা হবে। জুরিখে জাকজমকপূর্ণ অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এবার পুরস্কারের চূড়ান্ত তালিকায় বরাবরের মতোই আছেন মেসি ও রোনালদো। পুরস্কারমঞ্চে মেসি-রোনালদোকে কড়া টক্কর দিতে অবশ্য রয়েছেন নেইমারও।  ব্যালন ডি`অর

বছর দুয়েক ধরেই রোনালদোর কাছে ব্যালন হারাচ্ছেন মেসি। এর আগে অবশ্য টানা চারবার মেসির কাছেই সেরার শিরোপা হারিয়েছেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর এই দ্বিমুখী লড়াইকে ত্রিমুখী যুদ্ধে পরিণত করতে মঞ্চে এসেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই প্রথম ব্যালনের দৌঁড়ে উঠে এসেছেন তিনি। ব্যালন ডি'অর জয়ীর নাম ঘোষণার শেষ মুহূর্তে ফুটবলপাগলদের মনেও সেই প্রশ্ন কে জিতবেন এবারের ব্যালন ডি'অর? মেসি না রোনালদো; নাকি নেইমার?

গত মৌসুমে পাঁচটি শিরোপা জিতেছে বার্সেলোনা। এমন দুর্দান্ত নৈপুণ্যের কারণে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি'অর বার্সেলোনার মেসি কিংবা নেইমার জিততে পারেন বলে অনেকে মনে করছেন। কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে তাদের দু’জনের চেয়ে বেশ এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে কোনও শিরোপা জেতাতে পারেননি তিনি।

লিওনেল মেসি:মেসি ইতোমধ্যে টানা চারবার এই পুরস্কার জিতে নিয়েছেন। এবার জিতলে পঞ্চমবারের মতো ব্যালন ডি'অরের পুরস্কার শোকেসে তুলবেন। এ বছর বার্সাকে পাঁচটি শিরোপা জিতিয়েছেন মেসি। কোপা আমেরিকায় দলকে ফাইনালে নিয়ে গেছেন। দলে তার ভূমিকা বদলেছে এবার। স্ট্রাইকার নয় অনেকটা প্লেমেকারের ভূমিকায় তিনি।

সব ধরনের ম্যাচে ৫৮টি গোল করেছেন মেসি। বানিয়ে দিয়েছেন ২৭টি। এর মধ্যে লা লিগায় ৪৩টি, চ্যাম্পিয়ন্স লিগে ১০টি অন্যান্য কাপে করেছেন আরও ৫ গোল।

ক্রিস্টিয়ানো রোনালদো:ফিফা ব্যালন ডি'অরের সর্বশেষ পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মোট তিনবার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৪-২০১৫ মৌসুমে তার দল কোনও ট্রফি না জিতলেও তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। সব ধরনের ম্যাচে ক্লাবের হয়ে ৬১ গোল করেছেন তিনি। বানিয়ে দিয়েছেন ২১টি। এর মধ্যে লা লিগায় ৪৮টি, চ্যাম্পিয়ন্স লিগে ১০টি ও অন্যান্য খেলায় ৩টি গোল করেছেন তিনি।

নেইমার

রোনালদো-মেসি লড়াইয়ে নয়া সংযোজন সাম্বার দেশের বাসিন্দা নেইমার। গত মৌসুমে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে তার পা থেকে গোল এসেছে ৪১টি।

এছাড়া ব্যালন ডি'অরের জন্য লড়বেন তিন সেরা কোচও। এরা হলেন, পেপ গার্দিওলা (বায়ার্ন মিউনিখ), লুইস এনরিকে (বার্সেলোনা) ও জর্জ সাম্পাওলি (চিলি)।



সেরা মহিলা ফুটবলার ক্যাটাগরিতে ব্যালন ডি'অরের জন্য মনোনীতরা হলেন কার্লি লয়েড ( মার্কিন যুক্তরাষ্ট্র), আয়া নিয়ামা (জাপান), সেলিয়া স্যাসিক (জার্মানি)।

মহিলাদের মধ্যে বর্ষসেরা কোচের জন্য তিন মনোনীতরা হলেন- জিল এলিস ( মার্কিন যুক্তরাষ্ট্র), মার্ক স্যাম্পসন (ইংল্যান্ড), নোরিও সাসাকি (জাপান)

এছাড়া বর্ষসেরা গোলের জন্য (পুসকাস পুরস্কার) এবার মনোনয়ন পেয়েছেন আলেসান্দ্রো ফ্লোরেনজি (রোমা বনাম বার্সেলোনা), মেসি ( বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো বিলবাও) ও ওয়েন্ডেল লিরা (গোইয়ানেসিয়া বনাম অ্যাটলেটিকো জিও)।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!