Vision  ad on bangla Tribune

সানিয়া-হিঙ্গিসের আরেকটি শিরোপা

স্পোর্টস ডেস্ক১৮:৫৬, জানুয়ারি ১৬, ২০১৬

আবারও শিরোপা জিতলেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। এবার জিতেছেন সিডনি ইন্টারন্যাশনাল শিরোপা। দুজন মিলে তুলে নিয়েছেন তাদের টানা ৩০তম জয়।
জিতলেও শুক্রবার ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্তিনা ম্লাদেনোভিচের বিপক্ষে এই জয়টা সহজ হয়নি সানিয়া ও হিঙ্গিসের। শীর্ষ বাছাই জুটি প্রথম সেট হেরে ম্যাচ জিতেছেন পরে। ১ ঘণ্টা ১৩ মিনিটের ম্যাচে তাদের জয়টা আসে ১-৬, ৭-৫ ও ১০-৫ গেমে।
শিরোপা জয়ের পর সানিয়া বলেন, ‘৬-১, ৫-২ থেকে আমরা একটি ব্রেক নিতে পারতাম। শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে আমরা সার্ভ থেকে ৫-৩ করতে পেরেছি। এরপর আরও খাটতে হয়েছে। তবে ৫-৩ থেকেই আমরা এগিয়ে গেছি। আরেকটি টুর্নামেন্ট জিতে সত্যি খুশি আমরা।’
হিঙ্গিস মেয়েদের টেনিসে সাবেক এক নম্বর তারকা ছিলেন। খেলা ছেড়ে দিয়েছিলেন। আবার ফিরে জুটি বাঁধেন সানিয়ার সঙ্গে। এবার দ্বৈতেও এক নম্বরে আছেন সানিয়াকে নিয়ে। এরপর থেকেতো জিতেই চলেছেন। এ প্রসঙ্গে হিঙ্গিস বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের আরেকটি অধ্যায়। কে ভেবেছিল ১৬ বছর পর আমি আবার ১ নম্বর হতে পারবো? এটা ছিল একটা স্বপ্ন। এখন যা বাস্তবতা।’

/এফআইআর/

ULAB

লাইভ

টপ