X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আত্মজীবনী লিখবেন মাশরাফি

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৮ জানুয়ারি ২০১৬, ১৪:০৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:০৯

কিংবদন্তিরা তাদের চলাফেরা, তাদের অতীত, তাদের জীবন সংগ্রামের প্রতিটি মুহূর্ত সবার সামনে উন্মুক্ত করে দেন। লক্ষ্য একটাই; নিজেদের অভিজ্ঞতা মানুষকে জানানো, অণুপ্রেরণা দেওয়া। যা পড়ে সাফল্যের অপেক্ষায় থাকা মানুষেরা উজ্জীবিত হবেন, আর ব্যর্থরা নতুন করে জেগে উঠার প্রেরণা পাবেন।  আত্মজীবনী লিখবেন মাশরাফি

টেন্ডুলকার, লারা, ওয়াহ ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকা, বড় আদর্শ। তাদের তুলনায় বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা কম কিসের! বাংলাদেশের উজ্জ্বল এ নক্ষত্র বহু মানুষের আদর্শ। দুই পায়ে সাতটি অপরারেশন নিয়ে মাশরাফি দাপটের সঙ্গে এখনও খেলে যাচ্ছেন। নিঃসন্দেহে ক্রিকেট বিশ্বের প্রথম বোলার মাশরাফি যিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই হাজারো বাঁধার সম্মুখিন হয়েছেন। তবুও বল হাতে এখনও ২২ গজে বাঘের গর্জন দিয়ে যাচ্ছেন।

সেই মাশরাফি নিজের ক্যারিয়ার শেষে নিজের আত্মজীবনী লিখবেন বলে জানিয়েছেন। সোমবার খুলনার এক স্থানীয় হোটেলে মাশরাফিকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বইটির নাম ‘মাশরাফি’। 

অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আমারও ইচ্ছে ও পরিকল্পনা আছে আত্মজীবনী লেখার। এখনও শুরু করিনি। শিগগিরই শুরু করবো। তবে তা বিক্রির উদ্দেশ্যে নয়।’ মাশরাফি আরও বলেন, ‘আমি এমন কোনও সুপারস্টার হয়ে যাইনি যে আত্মজীবনী লিখতে হবে। তবে আমি জীবনে যে কঠিন মুহূর্ত দেখেছি তা পৃথিবীর অনেক বড় সুপারস্টারও দেখেনি। আমি চাই বাংলাদেশের উঠতি ক্রিকেটাররা বিষয়গুলো জানুক। তাহলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে।’ 

উল্লেখ্য, ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ার শেষে জীবনের প্রতিটি মুহূর্ত আত্মজীবনীতে ফুটিয়ে তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বরপুত্র ব্রায়ান লারা, দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ নিজেদের আত্মজীবনী লিখেছেন। ভারতের আরেক ব্যাটসম্যান সুনিল গাভাস্কারও এ তালিকায় আছেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা