behind the news
Vision  ad on bangla Tribune

হকির দলবদল: প্রথম দিনে ঘর গোছালো ঊষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট২১:০৬, জানুয়ারি ২৪, ২০১৬

প্রায় দুই বছর পর অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন হকির দলবদলে প্রথম দিনে ঘর গুছিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়াচক্র। জাতীয় দলের অধিনায়ক সারোয়ার হোসেনসহ হাসান, জুবায়ের, নিলয়, পুস্কর, খীসা, মিমো, কৃষ্ণকুমার দাশ, গোলরক্ষক আবু সাঈদ নিপ্পনসহ তরুণ কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। হকি
আবাহনী গোলকিপার অসীম, খোরশেদ, সিতুল, বিপ্লব, হাবুল, রুম্মন, মুসা, নান্নুকে নিয়েছে দলে। সঙ্গে কিছু বিকেএসপির জুনিয়র খেলোয়াড় নিচ্ছে দলে। পাকিস্তানি খেলোয়াড় রাশেদ আলীও আবাহনীর জার্সি গায়ে খেলতে পারেন। কোচ নেওয়া হয়েছে আলমগীর আলমকে। 

মোহামেডান কোচ আনছে পাকিস্তান থেকে। মোহাম্মদ আলী কোচের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। মালয়েশিয়ান তিন খেলোয়াড় থাকবেন সঙ্গে পাকিস্তানি খেলোয়াড়ও আনা হবে বলে জানা গেছে। আজ রবিবার প্রথম দিনে দলবদল করেছেন ৫৪জন খেলোয়াড়। হকির অন্য দুই পাওয়ার হাইস মোহামেডান ও আবাহীন দল বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে সোমবার।

/আরএম/এমআর/

ULAB

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ