X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোমাঞ্চকর জয়ে অসিদের হোয়াইটওয়াশ করলো ভারত

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ১৭:৫৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৭:৫৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজে ৪-১ ব্যবধানে হারের প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিয়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে ধোনির দল।

রোমাঞ্চকর জয়ে অসিদের হোয়াইটওয়াশ করলো ভারত সফরকারী ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে তাদের সামনে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। অধিনায়ক শেন ওয়াটসনের দুর্দান্ত সেঞ্চুরির পরও তা এড়াতে পারলো না অসিরা। শেষ ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক শেন ওয়াটসন। তার শতকে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলে অসিরা।
১৯৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলেন শিখর ধাওয়ান। ৯ বলে ২৬ রানের ইনিংস খেলে দলীয় ৪৬ রানে আউট হন তিনি। দলীয় ১২৪ রানে আউট হন রোহিত শর্মা। আউট হওয়ার আগে ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। ৩৬ বলে ৫০ রান করে আউট হন বিরাট কোহলি।
এরপর শুরু হয় আসল রোমাঞ্চ। হাল ধরেন যুবরাজ ও সুরেশ রায়না। শেষ ওভারে জিততে ভারতের প্রয়োজন ছিল ১৭ রান। মাত্র দ্বিতীয় মাচ খেলতে নামা এন্ড্রু টাইয়ের হাতে বল তুলে দেন ওয়াটসন। স্ট্রাইকে ছিলেন যুবরাজ সিং। ওভারের প্রথম বলে চার মারেন তিনি। পরের বলে ছক্কা মেরে ভারতকে ম্যাচে ফেরান যুবরাজ। তৃতীয় বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে আসেন রায়না। ওভারের চতুর্থ বলে রায়না দুই রান নেন। জয়ের জন্য ভারতের প্রায়োজন হয় দুই বলে চার রান। পরের বলেও দুই রান নেন রায়না। শেষ বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ২৫ বলে ৪৯ রান করেছেন রায়না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ১২ বলে ১৫ রানের ইনিংস খেলেন যুবরাজ।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে অসিদের প্রথম উইকেটের পতন ঘটে। ব্যক্তিগত ১৪ রানে উসমান খাজা খাজা ফিরলেও অপরাজিত থেকে বড় সংগ্রহ এনে দেন ওয়াটসন। ওপেনিংয়ে নেমে ৭১ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার। ১০টি চার ও চার ছক্কায় ৬০ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূরণ করেন কয়েকদিন আগেও অসি দলে ব্রাত্য হয়ে পড়া এই অলরাউন্ডার। ট্র্যাভিস হেড ২৬ (১৯ বলে) ও বিগ ব্যাশের সেরা খেলোয়াড় ক্রিস লিন ৯ বলে ১৩ রান করে আউট হন।

ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন নেহরা, বুমরাহ, অশ্বিন, জাদেজা ও যুবরাজ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা