X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্য ফাইনাল তবে প্রতিপক্ষ ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২২

লক্ষ্য ফাইনাল তবে প্রতিপক্ষ ভারত ২০১০ ঢাকা এসএ গেমসে ভারতকে ০-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। করেছিল স্বর্ণ জয়। ছয় বছর পর কাল শনিবার আবার এসএ গেমস ফাইনালে ওঠার লড়াই। এবারও প্রতিপক্ষ ভারত তবে পরিপ্রেক্ষিত ভিন্ন। এবার ভারতের মাঠে হচ্ছে খেলাটি। বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার মিশন ভারতের আর সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে একটি সাফল্য দেশকে উপহার দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ!
তিন দিনের ব্যবধানে গ্রুপ পর্বে দুইটি ম্যাচ খেলেছে গঞ্জালো সানচেজ মরেনোর দল।।তাই সেমিফাইনালের আগের দিন অনুশীলনে রিকভারিই মূল প্রাধান্য ছিল বাংলাদেশ কোচের কাছে। এ নিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কিছুটা ক্লান্তি রয়েছে। আজ সারা দিন রিকভারিতেই ব্যয় হবে।’ কিছুটা ক্লান্তি থাকলেও ইনজুরি বা কার্ডজনিত সমস্যা নেই বাংলাদেশ শিবিরে।

‘বি’ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও ফুটবলারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। বল পজেশন, নিয়ন্ত্রণ,পাসিং সব কিছুতেই ছিল ত্রুটি। তবে এটিতে পরিবর্তন আনতে চান মরেনো। বলেন, ‘সেমিফাইনালে আমরা নিয়ন্ত্রিত ফুটবল খেলতে চাই। নক আউট পর্বে সামান্য ভুলেই বড় বিপদ ডেকে আনতে পারে।’

গান্ধী স্টেডিয়ামে একটু উন্নত মানের ফুটবল প্রদর্শনের আশ্বাসই দিচ্ছেন মরেনো- ‘সাই গ্রাউন্ডের তুলনায় এই স্টেডিয়ামের মাঠ অনেক ভালো। এই মাঠে আমরা আরও ভালো খেলব।’

চলতি আসরে ভারতের দুটি ম্যাচই দেখেছেন কোচ মরেনো। সেখান থেকে তার উপলব্ধি- ‘ভারত যথেষ্ট ভালো দল। নিজেদের মাঠে ভারতকে মোকাবেলা করা অবশ্যই চ্যালেঞ্জিং। হোম অ্যাডভান্টেজ ও সমর্থন তাদের পক্ষেই থাকবে।’

মেয়েদেরও ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ভারত

পুরুষ ফুটবলের মতো মহিলা ফুটবলেও কাল শনিবার ফাইনালে ওঠার লড়াই। কাকতালীয়ভাবে পুরুষ ফুটবলের মতো এখানেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মহিলা ফুটবল রাউন্ড রবিন লিগে হওয়ায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে। স্বাগতিক ভারতের বিপক্ষে ড্র করলেই ১৫ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে হারলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ