X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

র‌্যাঙ্কিংয়ে উন্নতিই জাহানারাদের লক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৪

আগামী মাসের শুরুতেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি নারী ক্রিকেট দলও টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রথমবারের মতো বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। জাহানার আলম
আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অবস্থান নবম। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করাই লক্ষ্য জাহানারা-শুকতারাদের। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করা হয়। সেখানেই নারী দলের অধিনায়ক জাহানার আলম বিশ্বকাপের লক্ষ্যসহ নানান বিষয় তুলে ধরেন। 

বিশ্বকাপে লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমবার আমরা যখন বিশ্বকাপ খেলেছিলাম, তখন আয়োজক হিসেবে খেলেছিলাম। আর এবার আমার নিজ যোগ্যতায় বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে সুযোগ পেয়েছি। আমরা অনেক আত্মবিশ্বাসী ভালো খেলার ব্যাপারে। আমাদের লক্ষ্য থাকবে র‌্যাকিংয়ে ৭-৮ উঠে আসা। আমরা লক্ষ্যে পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা করবো।’ 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি; এ কারণে কোনও ঘাটতি থেকে যাচ্ছে কিনা? এমন প্রশ্নে জাহানারা আলম বলেন, ‘ম্যাচ খেললে উন্নতি হওয়ার অনেক সুযোগ থাকে এটা সত্য। তবে যা হয়নি, এটাকে আমি ঘাটতি বলবো না। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ এবং বিশ্বকাপের আগে আইসিসির অনুশীলন ম্যাচগুলো খেলে যতটুকু ঘাটতি আছে, আশা করি পূরণ করে নিতে পারবো।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যেহেতু র‌্যাঙ্কিংয়ে আটের মধ্যে নেই। এ জন্য আইসিসির আন্ডারে আমরা সেভাবে ম্যাচ পাই না। বিসিবি অনেক চেষ্টা করেছে ম্যাচ আয়োজন করার জন্য। তাই আমাদের লক্ষ্য নিজেদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে আইসিসির আন্ডারে ম্যাচ খেলা!’

ছেলেদের নিয়ে অনেক প্রত্যাশা, আপনারা সেইদিক থেকে নির্ভার হয়ে খেলতে পারবেন। এটাকে কিভাবে দেখছেন- এমন প্রশ্নে নারী দলের এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা পুরো ক্রিকেট দলকে নিয়েই। আলাদা পুরুষ কিংবা মহিলা বলে কথা না। ক্রিকেট দল এটাই আসল কথা। বাংলাদেশের সবাই প্রত্যাশা করে, পুরুষ দল আর নারী দল ভালো একটি রেজাল্ট করুক। আমাদের কাছে সবার প্রত্যাশা হয়তো একটাই, ভালো ক্রিকেট খেলে আসা। ভালো কিছু যেন অর্জন করে নিয়ে আসি। আমাদের বিশ্বাস, আমরা এবার অনেক ভালো ক্রিকেট খেলবো এবং অনেক ভালো কিছু অর্জন করতে পারবো।’  বাংলাদেশ নারী ক্রিকেট দল

গত বিশ্বকাপে একজন সদস্য হিসেবে খেলেছেন। এবার অধিনায়ক হিসেবে খেলছেন; ব্যক্তিগত অনুভূতিটা কেমন জানতে চাইলে জাহানারা বলেন, ‘অবশ্যই অনেক ভালো অনুভূতি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতাম একজন খেলোয়াড় হিসেবে, এবার একজন অধিনায়ক হিসেবে করতে যাচ্ছি। তারপরও আমি বলবো অতিরিক্ত কোনও চাপ নেই। আমাদের দলে বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়। যারা একেক জন অধিনায়ক। সঠিক সময় সঠিক দিক নির্দেশনা দিতে হয়; এর জন্যই আমি। আমার দলের সবাই অনেক হেল্পফুল, সবাই খুব সাহায্য করে আসছে, আশা করি ভবিষ্যতেও করবে।’

উল্লেখ্য, বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে আগামী ১০ মার্চ শ্রীলঙ্কা এবং ১২ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে এম চেন্নাস্বামী স্টেডিয়ামে। আগামী ১৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে জাহানারা আলমরা। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন সঙ্গী হলো ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা