X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
এশিয়া কাপ-২০১৬

বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চার দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৯

২৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। মূল পর্বের আগে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাছাইপর্ব। বাছাইপর্বে এশিয়ার ৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, আফগানিস্তান, হংকং, আরব আমিরাত ও ওমান। লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় বাছাইপর্বের শীর্ষ দল খেলার সুযোগ পাবে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে। বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চার দল
শুক্রবার ফতুল্লা খান সাহেব স্টেডিয়ামে বাছাইপর্বের ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়। ওই ম্যাচে অংশ নেবে আফগানিস্তান ও আরব আমিরাত এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে মুখোমুখি হবে হংকং ও ওমান। 

শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত চলবে বাছাইপর্বের ম্যাচগুলো। বাছাইপর্বের দুটি ম্যাচ ছাড়া বাকি সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। 

বাছাইপর্ব খেলতে বুধবার সকালে সবার আগে ঢাকায় পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বিকেলে ভারত হয়ে একই বিমানে চেপে এসেছে ওমান ও আফগানিস্তান। হংকং দলও চলে এসেছে বুধবার রাতেই। চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এখানেও লিগ পদ্ধতিতে খেলা। শীর্ষ দুই দল খেলবে ৬ মার্চের ফাইনালে। 

অবশ্য বাংলাদেশ সেই ফাইনালে উঠে গেলে পড়বে মধুর এক সমস্যায়। তখন আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হংকংয়ের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলা হবে না তাদের।

এশিয়া কাপের লিগ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে। তবে ফাইনালে ওঠা হচ্ছে কিনা তা জানতে অপেক্ষায় থাকতে হতে পারে ৪ মার্চ লিগ পর্ব শেষ হওয়া পর্যন্ত। যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ফাইনাল খেলে সেক্ষেত্রে ৭ মার্চ শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

এদিকে বাংলাদেশ দল চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শেষ করে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছে। তিন দিন বিশ্রাম নিয়ে ঢাকায় অনুশীলন শুরু হবে শনিবার সকালে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’