X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাশরাফির জন্য হলেও ট্রফি চান মুশফিক-রিয়াদরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩০

বৈশ্বিক কোনও টুর্নামেন্টে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। এশিয়া কাপ সেই অর্থে বৈশ্বিক কোনও টুর্নামেন্ট না হলেও এশিয়ার সেরা ৫ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট কম আলো ছড়ায় না। এরপরই বৈশ্বিক টুর্নামেন্ট বলতে বোঝায় ৫০ ওভার এবং টি-টোয়েন্ট বিশ্বকাপ। এশিয়া কাপের পর আগামী মাসের শুরুতে ভারতে অনুষ্ঠিত হবে ২০ ওভারের বিশ্বকাপ। মাশরাফির জন্য হলেও ট্রফি চান মুশফিক-রিয়াদরা
টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বয়স এখন ৩২। মাশরাফি হয়তো আরও বছর দুয়েক খেলবেন। পুরো ক্যারিয়ারে ইনজুরিতে ভোগা মাশরাফি দুবছরও নিরবিচ্ছন্নভাবে খেলতে পারবেন কিনা কে জানে! সেই হিসেবে বলা যায় ক্যারিবিয়ারে পড়ন্ত বেলায় আছেন মাশরাফি। গত দেড় বছর ধরে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন তাতে করে বাংলাদেশের সেরা অধিনায়ক তিনি।

এমন অধিনায়কের জন্য হলেও ভালো খেলতেও প্রস্তুত পুরো দল। এমনটাই জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপ এবং বিশ্বকাপের ভালো রেজাল্ট করতে চান শুধু মাশরাফির কথা চিন্তা করেই। সোমবার ইনডোর স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘যদি আমরা উনাকে কোনও ট্রফি উপহার দিতে পারি এটা হবে আমাদের জন্য চরম পাওয়া। এশিয়া কাপ ও বিশ্বকাপের চেয়ে বড় কোনও টুর্নামেন্ট হয় না। আমরা চেষ্টা করব সবাই মিলে, এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো খেলতে।’

এদিন বেশ কিছুক্ষণ মাশরাফির স্তুস্তি ঝরলো তার কণ্ঠে। তিনি বলেন, ‘উনার (মাশরাফি) অনেক কিছু্ই ভালো। আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য, উনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। তিনি একজন চ্যাম্পিয়ন লিডার। আমরা যারা কাছে থাকি, তারা অনুভব করি, তারা দেখতে পাই। বাইরের কেউ হয়ত অতটা দেখতে পারে না। কিন্তু আমাদের পারফরম্যান্সেই উনার নেতৃত্বের ছায়া দেখা যায়। আশা করি উনি আরও ভালোভাবে নেতৃত্ব দেবেন। আমরা যেন আরও ভালো ফল করতে পারি।’

শুভেচ্ছাদূত হিসেবে মাশরাফিকে বেছে নিয়েছে জাতিসংঘ। অধিনায়ককে অভিনন্দন জানাতে গিয়ে রিয়াদ বলেন, ‘অফিসিয়ালি যদি এটা হয়, প্রথমে মাশরাফি ভাইকে শুভেচ্ছা। এটা অনেক বড় অর্জন। উনার জন্য, আমাদের দলের জন্য, দেশের জন্য। আমাদের সবার গৌরব এটা।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়