behind the news
Vision  ad on bangla Tribune

হকির পাশে থাকার আশ্বাস বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট২১:০৩, ফেব্রুয়ারি ২২, ২০১৬

হকির পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন সিদ্ধান্তের কথা জানান।পাপন
তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট এখন ভালো অবস্থানে রয়েছে। দলের ক্রিকেটাররা সবাই ভালো খেলছে। বাংলাদেশের পরবর্তী ভালো সম্ভাবনা হকি। ফুটবল ইচ্ছে করলেই অনেক কিছু করা যাবে না। কারণ এখনে প্রতিযোগিতা অনেক বেশি। কিন্তু হকিতে ভালো কোচিং হলে আমার মনে হয় দারুণ কিছু হবে। অন্তত উপমহাদেশের মধ্যে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো।'
পাপন আরও বলেন, 'হকি ফেডারেশনের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি হকি ফেডারেশন যদি খুব ভালো বিশ্বমানের কোনও কোচ আনে, সেক্ষেত্রে আমরা স্পন্সর করবো। কোচের বেতনসহ যে খরচ লাগবে। সেই সব খরব আমরা বহন করবো। হকিকে আমরা সমর্থন দিয়ে যেতে চাই।'

/আরআই/এমআর/

ULAB
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ