behind the news
Vision  ad on bangla Tribune

শুরু হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৭:০২, ফেব্রুয়ারি ২৪, ২০১৬

২৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাটলারদের নিয়ে শুক্রবার শুরু হচ্ছে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৬’ । রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাঁচদিন ব্যাপী এ টুর্নামেন্ট শেষ হবে ১ মার্চ। অপেশাদার ব্যাডমিন্টন খেলোেয়াড়দের এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রাণ ক্র্যাকো’।ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ
আজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, খেলা শুক্রবার শুরু হলেও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল বৃহস্পতিবার।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ারার মোশাররফ হোসেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও ভিসি অধ্যাপক এমএম শহীদুল হাসানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । জনপ্রিয় গায়ক তাহসান উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিরুল ইসলাম ও এর সঞ্চালক এএসএম আসিফ, প্রাণ ফুডসের হেড অফ মার্কেটিং আলী হাসান আলম, ও ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন।

/আরএম/এমআর/

ULAB
Central_college
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ