behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

মহিলা হকিতে নড়াইল ও ঠাকুরগাঁওয়ের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৮:৫৩, ফেব্রুয়ারি ২৯, ২০১৬

ওয়ালটন ৩য় মহিলা হকির উদ্বোধনী দিনে কিশোরগঞ্জ জেলাকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে শিরোপধারী নড়াইল। নড়াইল জেলার ৯নং জার্সিধারী খেলোয়াড় কিমি কর্মকার ২৩ মিনিটে ফিল্ড গোল করে দলকে জয়ী করেন।hockey pix
এর আগে উদ্বোধনী খেলায় গোলশূন্য ড্র করেছে দিনাজপুর ও ঝিনাইদহ জেলা। দিনের অপর খেলায় ঠাকুরগাঁও ১-০ গোলে ঢাকাকে পরাজিত করে। ঠাকুরগাঁওয়ের পক্ষে শিমু আক্তার সিমা ২৪ মিনিটে একমাত্র ফিল্ড গোল করেন।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব খাজা রহমতউল্লাহ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক জনাব আনভীর আদিল খান ও ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

/আরএম/এমআর/

ULAB
Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ