behind the news
Vision  ad on bangla Tribune

মহিলা হকিতে কিশোরগঞ্জের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৯:২০, মার্চ ০১, ২০১৬

Walton National Women Hockey-2ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকির দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে ঝিনাইদহ ও কিশোরগঞ্জ। অন্যদিকে ড্র হয়েছে রাজশাহী বনাম ঠাকুরগাঁও ম্যাচ।
আজ সোমবার মাওলানা ভাসানি জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ও ঠাকুরগাঁও জেলার মধ্যকার ম্যাচটি গোল শুন্য ড্র হয়।

দিনের দ্বিতীয় খেলায় ঝিনাইদহ পটুয়াখালীর বিপক্ষে ২-০ গোলে জয়ী হয়। ঝিনাইদহ'র পক্ষে শারমিন খাতুন ২৯ মিনিটে ও ৪৮মিনিটে ২টি ফিল্ড গোল করেন। 

দিনের তৃতীয় ম্যাচে কিশোরগঞ্জ জেলা মুখোমুখি হয় রংপুর জেলার। এই ম্যাচে কিশোরগঞ্জ ৯-০ গোলের বিশাল ব্যবধানে রংপুরকে পরাজিত করে। কিশোরগঞ্জ জেলার পক্ষে তানহা তারান্নুম ২টি, সুমি আক্তার ২টি, বিনা আক্তার ২টি গোল ও ফারদিয়া আক্তার ২টি ফিল্ড গোল করেন। এ ছাড়া তারিন আক্তার খুশি ১টি গোল করেন।

আগামীকাল বুধবার তৃতীয় দিনে সকাল ১১টায় মুখোমুখি হবে দিনাজপুর জেলা ও পটুয়াখালী জেলা। দুপুর আড়াইটায় নড়াইল জেলা ও রংপুর জেলা এবং বিকেল সোয়া চারটায় ঢাকা জেলা ও রাজশাহী জেলা।

/আরএম/এমআর/

ULAB
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ