X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শেখ জামালকে হারাতে মরিয়া সেরেস লা সাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ১৯:০৪আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৯:০৮

শেখ জামাল অধিনায়ক ওয়েডসন ও সেরেস লা সালের অধিনায়ক লুইস এএফসি কাপের প্রথম ম্যাচে নিজ মাঠে মালয়েশিয়ার সেলানগর এফসির সঙ্গে ২-২ গোলে ড্রয়ের হতাশা ভুলতে পারছে না ফিলিপাইনের সেরেস লা সাল এফসি। আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডির বিপক্ষে জিততে তাই মরিয়া ফিলিপাইনের চ্যাম্পিয়নরা।
দলটির কোচ ফ্র্যাংক মিউসকান বলেন, 'এ ম্যাচটিকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। জয় ছাড়া আর কিছু ভাবছি না।' আজ বাফুফে ভবনে এএফসি কাপ গ্রুপ ই’র 'প্রি- ম্যাচ প্রেসার'-এ এমন মন্তব্য করেন তিনি। কোচের পাশে বসা অধিনায়ক ডিফেন্ডার হুয়ান লুইসও ‌‌‌ একই কথা বলেন। তিনি বলেন, 'আমাদের জেগে ওঠার ম্যাচ এটি, গত দুটি ম্যাচে আমরা জিততে পারিনি, এ ম্যাচ দিয়েই আমরা এএফসি কাপে জয়ের ধারায় ফিরতে চাই। আমরা জানি, এটি একটি কঠিন কাজ।'

ফিলিপাইনের ক্লাবটির খেলোয়াড় তালিকা দেখলে অনেকে বিস্মিত হবেন। কারণ একদশে ফিলিপিনো আছেন মাত্র দুইজন। সব খেলোয়াড় দ্বৈত নাগরিক। কেউ জার্মান বংশোদ্ভূত, কেউ ইতালিয়ান বা স্প্যানিশ। দুজন কোরিয়ান খেলোয়াড়ও রয়েছে তাদের। অধিনায়ক হুয়ান লুইসের জন্ম স্পেনের মালাগায়, তিনি দেশটির জাতীয় দলেরও ডিফেন্ডার।

কোচ মিউসকান জানেন শেখ জামাল সিংগাপুরের ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছে। এ জন্যই মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। এ বিষয়ে তিনি বলেন, 'আমরা তাদের (শেখ জামাল) সম্মান করি, তারা খেলবে নিজ মাঠে। অাগের ম্যাচর চেয়ে আরও শক্ত প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবে তারা। আমাদের সেরা নৈপুণ্য প্রদর্শন ছাড়া আর কোনও বিকল্প নেই।

তাহলে কালকের ম্যাচে কারা ফেভারিট সেরেস লা সাল না শেখ জামাল-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'যারা ভালো খেলবে তারাই জিতবে।' শেখ জামাল সম্পর্কে কোচের মন্তব্য, 'শেখ জামালের আক্রমণে ধার আছে। তিনজন বিদেশি খেলোয়াড় নিয়ে জামাল প্রতিপক্ষের রক্ষণভাগে যথেষ্ট ভীতিকর, তাদের আক্রমণাত্মক মেজাজটা আমার ভাল লেগেছে।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!