X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জয়ের ধার‌‌‌ায় ফিরতে চায় শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ১৯:৫৮আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২০:১৬


জয়ের ধার‌‌‌ায় ফিরতে চায় শেখ জামাল এএফসি কাপের গ্রুপ ই’এর খেলায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিলিপাইনের সেরেস লা সালের মুখোমুখি হবে শেখ জামাল। এ ম্যাচের মধ্য দিয়ে এএফসি কাপে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়ন শেখ জামাল।

আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ শফিকুল ইসলাম মানিক বলেন,‘খেলোয়াড়দের বলেছি দলবদল, সাসপেনশন নিয়ে মাথা না ঘামাতে। পুরো মনোযোগ ম্যাচে রাখতে বলেছি।’ সিঙ্গাপুরের ট্যাম্পেইন্স রোভার্সের বিপক্ষে ০-৪ গোলে হার সম্পর্কে মানিক বলেন, 'মনোসংযোগের অভাবে ছোট-খাটো অনেক ভুল হয়েছিল। এর মাশুল দিতে হয়েছে। এই ম্যাচে ভুল করা যাবে না।'

হোম ম্যাচ হলেও এর পুরো সুবিধা পাচ্ছে না জামাল। এ বিষয়ে মানিক বলেন, 'ফিলিপাইনসহ অন্য দেশে লিগ খেলা চলছে। আমাদের ফুটবলাররা এই মাঠে খেলেছে ছয় মাস আগে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনেরও সুযোগ হয়নি আমাদের। আজ (সোমবার) রাত সাতটায় সুযোগ দেওয়া হলেও আমরা করিনি।'

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দল ও শেখ জামালের মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার ইয়াসিন খানকে ছয় মাস নিষিদ্ধ করেছে বাফ‌‌‌ুফে। তারা কিছুটা হলেও হতবিহ্বল, তাই খেলায় পুরো মনোযোগ দিতে পারছেন না বলে মনে করছেন মানিক।

এএফসি'র নতুন নিয়ম অনুযায়ী তিন বিদেশির সঙ্গে এশিয়ান কোটায় আরেকজন বিদেশি খেলানো যাবে। তবে ভিয়েতনামের এনগুয়েনকে এই ম্যাচে পাচ্ছে না জামাল। এই প্রসঙ্গে মানিক বলেন,‘ সিঙ্গাপুর থেকে ভিসা জটিলতার জন্য সে ভিয়েতনাম গিয়েছে। এই ম্যাচে তাকে পাচ্ছি না। এক জন কম বিদেশি নিয়ে খেলতে হচ্ছে। তার পরিবর্তে কেষ্ট অথবা এনামুলকে একাদশে দেখা যেতে পারে।'

জামালের চার জন খেলোয়াড়কে জাতীয় দলের ক্যাম্পে অনেকটা জোর করে নেয় ফেডারেশন। তিন দিন পর অবশ্য আবার ক্লাবের কাছে ফেরত দেয়। এই প্রসঙ্গে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন কোচ মানিক। তিনি বলেন, 'শেখ জামালও দেশের প্রতিনিধিত্ব করবে। এখানে কোনও বিভেদ থাকা উচিত না। জাতীয় দল থেকে খেলোয়াড় একটি জেলার জন্য ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আমাদের আরও তিন দিন আগে থেকে দিলে অনুশীলন ভালো হতো।' জামালের হাইতিয়ান অধিনায়ক ওয়েডসন এনসেলমে বলেন,‘ এটা বাংলাদেশ লিগ নয়, অনেক কঠিন ম্যাচ। হোম ম্যাচে আমাদের সেরাটা দিতে চাই।‘

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি