X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধর্মশালাতেও 'ম্যারি মি সাব্বির!'

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
০৯ মার্চ ২০১৬, ১৭:৫৮আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৭:৫৮

ধর্মশালায় খেলা দেখতে দিপীকা তালুকদার তুলির নেতৃত্বে একদল বাংলাদেশি ধর্মশালা স্টেডিয়ামে যখন ব্যাট হাতে যখন  ক্রিজে এলেন সাব্বির রহমান রুম্মন টেলিভিশনের পর্দায় দেখা গেল 'ম্যারি মি সাব্বির' লেখা প্ল্যাকার্ড হাতে এক তরুণী। সচরাচর দেশের মাটিতে খেলা হলে এমন দৃশ্য নিত্যনৈমত্তিক ঘটনার মতোই। কিন্তু তাই বলে ধর্মশালায়! পরে জানা গেল ওই তরুণী আসলে বাংলাদেশি।
সিলেটের এই মেয়ে থাকেন হিমালয় প্রদেশের রাজধানী সিমলাতে। দুই বছর ধরে এপিজি সিমলা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করছেন। ধর্মশালায় বাংলাদেশের খেলা দেখতে এসেছেন তিনি। অবশ্য শুধু তুলি নন আরও ৩৭ জন বাংলাদেশি এসেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে। ওই দলের দলনেতা তিনি! 

শুধুমাত্র বাংলাদেশকে সমর্থন জানাতে ১০ ঘণ্টা বাসভ্রমণ করে তাদের এতো দূর আসা। এজন্য অবশ্য বিভাগীয় প্রধানের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে তাদেরকে। তারা প্রত্যেকেই আজকের ম্যাচ শেষেই আবার ফিরে যাবেন সিমলাতে। থাকার ইচ্ছে ছিল তুলির। কিন্তু তাতে বাধ সেধেছে পরীক্ষা। 
ধর্মশালায় খেলা দেখতে দিপীকা তালুকদার তুলির নেতৃত্বে একদল বাংলাদেশি
ধর্মশালাতে নিজেদের আগমন প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে দিপীকা তালুকদার তুলি বলেন, ‘এপিজি সিমলা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট এর হেডের কাছে অনুমতি চাওয়ার পর উনি আমাদেরকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে। পুরো রাত জার্নি করে এখানে এসেছি শুধুমাত্র বাংলাদেশের খেলা বলে। অনেক এনার্জি নিয়ে এসেছি বাংলাদেশকে উৎসাহ জানাতে। বাংলাদেশকে আজ জিততেই হবে।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে তুলির মূল্যায়ন দারুন। তার কাছে খুব আবেগের জায়গায় ক্রিকেট। বাংলাদেশের খেলা যেখানেই হোক রিমোট তার হাতে চলে যাবেই যাবে। ক্রিকেট নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের খেলা অনেক উপভোগ করছি। বাংলাদেশ যখনই খেলে আমরা দূর থেকে বসে ওদের জন্যে অনেক দোয়া করি। আমাদের ক্যাম্পাসে যখন খেলা হয় তখন আমরা ভারত ও অনান্য দেশের স্টুন্ডেন্টের সঙ্গে বসে খেলা দেখি। দেশের প্রতি কতটা টান কিংবা কতটা ভালোবাসি তখন বোঝা যায়।’

তুলি আরও যোগ করেন, ‘এশিয়া কাপ বাংলাদেশ খুবই ভালো খেলেছে। পাকিস্তান, শ্রীলঙ্কার মত দলকে আমরা হারিয়েছি। যদি ওয়ার্ল্ডের মধ্যে কাউকে হাইলাইট করতে হয় তাহলে আমাদের দেশকেও করতে হবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা