Vision  ad on bangla Tribune

ডোপ পাপী নাদাল?

স্পোর্টস ডেস্ক১২:১৭, মার্চ ১২, ২০১৬

শারাপোভার পর এবার ডোপ পাপে অভিযুক্ত হলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। তবে কোনও প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ফ্রান্সের সাবেক স্বাস্থ্যমন্ত্রী রোসালিন ব্যাশেলট। মূলত ২০১২ সালে সাত মাসের জন্য কোর্টের বাইরে ছিলেন নাদাল। আর সেই ভিত্তিতেই ব্যাশেলট দাবি করেছেন, ওই সময় নাদাল ডোপ-পরীক্ষায় নিজেকে আড়াল করতেই এই চোটের নাটক সাজিয়েছিলেন!
অবশ্য এই অভিযোগের বিরুদ্ধে কথা বলেছেন নাদাল। তিনি বলেছেন, ‘এ রকম অভিযোগ তো আগেও উঠেছে। আমি এখন এসবে একটু বিরক্ত। আর আমি অন্যায় কিছু করিনি। সুস্থ হওয়ার জন্য আমি কিছুই নেওয়ার চেষ্টা করিনি। আমি খেলার মূল্যবোধে বিশ্বাসী। আমি যদি খারাপ কিছু করি, তাহলে সেটা শুধু প্রতিপক্ষদের কাছে নয়, নিজের কাছেই মিথ্যা বলা হবে।’
উল্লেখ্য, বিশ্ব র‌্যাংকিংয়ের সাবেক এক নম্বর শারাপোভা গত সোমবারই জানান দেন গত অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন তিনি। এরপরই তার ওপর সাময়িক নিষেধাজ্ঞার রায় আরোপ করা হয়।

/এফআইআর/

ULAB
samsung ad on Bangla Tribune

লাইভ

টপ