X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

ওমানের বিপক্ষেও খেলছেন না মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১২ মার্চ ২০১৬, ১৯:৩৩আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:৩৬

হিথ স্ট্রিক বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ রবিবার রাত আটটায়। শেষ ম্যাচেও মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বোলিং কোচ হিথ স্ট্রিকের কথাতে তা স্পষ্ট। যদিও হিথ স্ট্রিক একটু সম্ভাবনা রাখলেন! মুস্তফিজ সাইড স্ট্রেইনের ইনজুরিতে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও একাদশের বাইরে ছিলেন তিনি।

রবিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে লাল-সবুজরা। শনিবার সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ হিথ স্ট্রিক বলেন, ‘মুস্তাফিজ এখনও সম্পূর্ণ ফিট নয়। সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তৃতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা খুব কম।’

তাহলে কবে মাঠে ফিরেত পারবেন এই কাটার বিশেষজ্ঞ? এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘মুস্তাফিজ কবে ফিরবে এ ব্যাপারে আমরা দিন-তারিখ নির্ধারণ করে দিতে পারছি না। আসলে ও এখনও রিহ্যাব প্রক্রিয়ার মধ্যেই আছে।'

ওমানের বিপক্ষেও খেলছেন না মুস্তাফিজ

সাইড স্ট্রেইন থেকে পুরোপুরি সেরে উঠতে মূলত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। মাশরাফিও এটা জানেন। তিনি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘মুস্তাফিজ ভালোর পথেই আছে। এখন পর্যন্ত ১২ দিন হয়েছে, ও ভালোর দিকে আছে। এই জিনিসটা হঠাৎ করে দু-এক দিনে অনেক পরিবর্তন হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্টে মুস্তাফিজকে না পেয়ে ভীষণ হতাশ মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে আমাদের অন্যতম সেরা বোলার। বিশ্ব ক্রিকেটে ক্যারিয়ারের শুরুতেই সে অনেক ভালো পারফরম্যান্স করছে। তাকে আমরা জোর করে নামিয়ে দেব না। এমন অবস্থায় তাকে আমরা নামাতে চাই, যেন সে তার সেরাটা দিতে পারে।’

সবমিলিয়ে তাই মুস্তাফিজকে কবে পাচ্ছে বাংলাদেশ-এমন প্রশ্নের উত্তর এই মুহূর্তে পাওয়া খুবই কঠিন। সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজকে না পেলেও পরের ম্যাচে পাওয়ার একটি সম্ভাবনা কিছুটা হলেও উঁকি দিচ্ছে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তানজিদের কারণেই ঝুঁকি নেননি সৌম্য
তানজিদের কারণেই ঝুঁকি নেননি সৌম্য
সংস্কৃতিতে আরও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
সংস্কৃতিতে আরও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?