Vision  ad on bangla Tribune

রবিবার শুরু হচ্ছে মহিলা কলেজ রাগবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৯:৩৯, মার্চ ১২, ২০১৬

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় এবং সুইস বেকারির পৃষ্ঠপোষকতায় কাল রবিবার থেকে শুরু হচ্ছে সুইস বেকারি মহিলা কলেজ রাগবি। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হবে এই প্রতিযোগিতা। আর এর উদ্বোধন করবেন ব্যারিস্টার আনিসউজ্জামান ।
এই প্রতিযোগিতায় ৩টি গ্রুপে মোট ৯ টি কলেজ রাগবি দল অংশগ্রহণ করছে। কলেজ গুলো হলো - সেন্ট্রাল উইমেন্স কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ,  ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা কমার্স কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস কলেজ, নারায়ণগঞ্জ কলেজ।
প্রতিযোগিতা উপলক্ষে আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সুইস বেকারির চেয়ারম্যান উলফাত কাদের।
বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক পারভিন নাছিমা নাহার(পুতুল), ফেডারেশনের সদস্য দীন ইসলাম ও  মো. সিরাজুল ইসলাম।

/আরএম/এফআইআর/

ULAB
samsung ad on Bangla Tribune

লাইভ

টপ