X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এএফসি কাপে শেখ জামালের টিকে থাকার লড়াই মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৯:৫৫আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৯:৫৬

শেখ জামাল অধিনায়ক ওয়েডসন ও সেলাঙ্গর অধিনায়ক শাহরম কালাম 2 টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারে থাকা শেখ জামাল ধানমণ্ডির কঠিন পরীক্ষা আগামীকাল মঙ্গলবার। এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেঢিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় এএফসি কাপের গ্রুপ 'ই’এর নিজেদের তৃতীয় ম্যাচ মালয়েশিয়ান চ্যাম্পিয়ন সেলাঙ্গর এফএ'র বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। 

এএফসি কাপে টিকে থাকতে এ ম্যাচে জয় ছাড়া আর কোনও বিকল্প নেই শেখ জামালের। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে তিন পয়েন্ট তাদের লাগবেই। সে কারণে প্রথম লেগের শেষ ম্যাচে জিততে মরিয়া শেখ জামাল। কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, 'খেলোয়াড়দের অবস্থা হলো দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। এখান থেকে সামনে এগিয়ে আসা ছাড়া উপায় নেই।'

গত দুই ম্যাচ থেকে এই ম্যাচে ভালো পারফরম্যান্স আশা করছেন মানিক। তিনি বলেন, 'আমরা কোনও অনুশীলন ম্যাচ খেলতে পারিনি। প্রথম দুইটি ম্যাচই প্রস্তুতি হিসেবে নিয়েছি।' দুই খেলায় শেখ জামাল ম্যাচে ফেরার ও নিয়ন্ত্রণ করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। এই প্রসঙ্গে মানিক বলেন,'বাজে গোল খেয়েছি এবং গোল করতে পারিনি। ভাগ্যও সহায় হয়নি। গত দুই ম্যাচে এমন হয়েছে। আশা করি এই ম্যাচে তেমন হবে না।'  

 

ল্যান্ডিং, এমেকা, ওয়েডসন ,এনামুলদের গোল করার সামর্থ্য আছে। গোল করতে পারলে পরিস্থিতি বদল হবে বলে আশা মানিকের। তিনি বলেন, 'গোল অবশ্যই প্রয়োজন। গোল করতে পারলে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী হবে। অধিনায়ক ওয়েডসন বলেন, 'আমরা সুযোগ পাচ্ছি। কিন্তু গোল করতে পারছি না। একবার গোল পেয়ে গেলে আমরা আরও গোল পাব।'

দুই ম্যাচে প্রতিপক্ষের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। এর পরেও প্রতিপক্ষকে সমীহ করছেন মানিক। তিনি বলেন, 'আগের দুই ম্যাচেও তারা দুই বিদেশি নিয়ে খেলেছে। গত ম্যাচে ( ট্যাম্পাইন্স রোভার্সের বিপক্ষে ) দুর্দান্ত খেলেছে। ডিফেন্ডার ইয়াসিন খান লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে থাকবেন না। এনামুলকে এই ম্যাচে একাদশে খেলাবেন মানিক। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের কাছে শতভাগ মনোযোগ প্রত্যাশা করেন জামাল কোচ।

/আরএম/এমআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়