behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

স্বাধীনতা দিবস হকির ১১টি ছবির গল্প

সাজ্জাদ হোসেন১৪:৫৭, মার্চ ১৫, ২০১৬

প্রথমবারের মতো স্বাধীনতা দিবস হকির শিরোপা জিতেছে জাতীয় দলের তারকা খচিত দল বাংলাদেশ নৌ-বাহিনী। শিরোপা জিতলেও ৭০ মিনিটের এই যুদ্ধজয় সহজ ছিল না নৌবাহিনীর জন্য।
সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৫-১ গোলে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে শিরোপা জেতে নৌবাহিনী। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরার লেন্সের নজর ছিল মাঠে। আর সেখান থেকেই উঠে এসেছে খেলার কিছু মুহূর্ত। খেলার খবর পড়ে পাঠক হয়ত জেনে গেছেন কোন দল বিজয়ী হলো আর কে ভালো খেললো।

 এই ম্যাচের প্রথমার্ধে লড়াই ছিল সমান সমান। গোলরক্ষক অসিম গোপ বিমান বাহিনীর ফরোয়ার্ড পুস্কর খিসা মিমোকে ডি-বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি দেন আম্পায়ার শাহবাজ আলী। তাতে গোল করতে ভুল করেননি মিডফিল্ডার মাহবুবুর রহমান। তবে পাঠকের কিছুটা চাহিদা মেটাতে বিশেষ মুহূর্তগুলো বন্দি হয়েছে ফ্রেমে। 

 ১২৩৪৫৬৭১০১১৮

 ১১

ULAB
Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ