X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হার দিয়ে বিশ্বকাপ শুরু জাহানারাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১৯:১৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৯:৩০

হার দিয়ে বিশ্বকাপ শুরু জাহানারাদের মহিলা টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এদিন ভারতের মেয়েদের কাছে পাত্তাই পায়নি জাহানারা আলমের বাংলাদেশ। ৭২ রানের বড় জয় নিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক ভারত। ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের জবাবে মাত্র ৯১ রান করতে সক্ষম হয় টাইগ্রেসরা।

এদিন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক জাহানারা আলম। ৭.৪ ওভারের ওপেনিং জুটিতে ৬২ রান তুলেন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ (৩৫ বলে ৪২) ও ভেলাস্বামী ভানিথা (২৪ বলে ৩৮)। ভানিথাকে বোল্ড করে প্রথম আঘাত হানেন নাহিদা আকতার। তবে আউট হওয়ার আগে তিনি ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। দলীয় ৬৩ রানে ওয়ানডাউনে নামা স্মৃতি মান্দানাকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লেগস্পিনার ফাহিমা খাতুন। দলীয় ৯৫ রানে আউট হন মিতালি রাজ (৩৫ বলে ৪২ রান)।

চার নম্বরে নেমে ২৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্মানপ্রিত কর। কৃষ্ণমূর্তি ৩৬ রানে (২৪ বল) অপরাজিত থেকে দলীয় সংগ্রহটা ১৬৩ তে নিয়ে যান। দু’টি করে উইকেট নেন দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। বাকি উইকেটটি লাভ করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

জয়ের জন্য ১৬৪ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে আয়েশা যখন ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের দলীয় রান মাত্র ১৯।

শুরুতেই উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৪ রানের মাথায় সানজিদা এবং ৩৫ রানের মাথায় শারমিন ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ নারী দল। শেষ দিকে নিগার, রুমানা ও ফাহিমারা লড়াই চালালেও সেটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সর্বসাকূল্যে ৯১ রান করতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। ফলে ৭২ রানের হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয় জাহানারার দলকে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ