X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাকিব-মুশফিকের পাশে মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৫ মার্চ ২০১৬, ১৯:৩২আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৯:৪০

অনুশীলনে টাইগাররা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ফর্মে নেই গত বছর নভেম্বরে অনুষ্ঠিত বিপিএলের তৃতীয় আসর থেকে। সাকিব অবশ্য ব্যাট অথবা বলে কিছু করলেও পুরোপুরি ব্যর্থ মুশফিক। বিপিএলের পর জিম্বাবুয়ে সিরিজ। এরপর পিএসএল। এরপর এশিয়া কাপ খেললেও সেখানে সেরা ফর্মে নেই দলের গুরুত্বপূর্ণ এই দুই ব্যাটসম্যান। ৯ মার্চ থেকে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে এসে সুপার টেনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ওখানেও রান পাননি তারা।

গত ১০ ম্যাচ খেলে মুশফিক ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ৬টি ম্যাচে। যেখানে তার সর্বোচ্চ রান ২৬। অন্যদিকে সাকিব আল হাসান শেষ ১০ ম্যাচের সবকটিতেই ব্যাটিং করে সর্বোচ্চ রান পেয়েছেন ৩২। যদিও বল হাতে মোটামুটি ভালোই ছিলেন সাকিব। 

মাশরাফি অবশ্য এ নিয়ে বেশি আলোচনায় গেলেন না। সরাসরিই পক্ষ নিয়ে নিলেন সাকিব-মুশফিকদের। তিনি বলেন, ‘আমি অবশ্যই চাইব সবাই পারফর্ম করুক। টি-টোয়েন্টি ক্রিকেট মাত্র ২০ ওভারের খেলা। আপনি চাইলেও এখানে অনেক কিছু পাওয়া সম্ভব নয়। মিডল অর্ডারে যারা ব্যাটিং করে তাদের জন্যে খুব কঠিন জায়গা এটি। শুরুতেই উইকেট পরে গেলে চাপ তৈরি হয়। তখন চাপের মধ্যে রান করা কঠিন। আবার যদি উইকেট না পরে শেষ দিকে ক্রিজে গিয়েই বড় শট খেলতে হয়। সেট হওয়ার সুযোগটি কম থাকে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি এ ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাটিং করা কঠিন। তারপরও তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তামিম ভালো করছে। সাব্বির রান করছে। যদিও সৌম্য রান পাচ্ছে না। আমি বিশ্বাস করি বড় ম্যাচে সৌম্য অনেক বড় ইনিংস খেলতে পারবে। ওর সেই সামর্থ্য আছে। টপ অর্ডার যদি ভালো করে তাহলে মিডল অর্ডার থেকে এমনিতেই চাপ কমে যায়। এ রকম হতে থাকলে খুব ভালো। আমি চাই এ কাজটাই টপ অর্ডার করুক।’ অনুশীলনে সাকিব আল হাসান

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ