X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কোহলির ব্যাটে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপুটে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ২৩:৫৬আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২৩:৫৬

কোহলির ব্যাটে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপুটে জয় টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ধুম-ধাড়াক্কা। তারওপর যদি হয় পাক ভারত ম্যাচ, প্রত্যাশার পারদ থাকে আরও বাড়তি। কিছুক্ষণ পরপরই ব্যাটসম্যানদের উড়িয়ে মারা বল পড়বে গ্যালারিতে এমনই প্রত্যাশা থাকে দর্শকদের।
 কিন্তু শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাক-ভারত খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের স্পিনারদের ঘূর্ণিতে নাকাল হয়েছে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। রান তুলতে রীতিমত যুদ্ধ করতে হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। ভারতের দুই স্পিনার অশ্বিন আর জাদেজা মিলে করেছেন ৭ ওভার। রান দিয়েছেন মাত্র ৩২। ১৮ ওভারে পাকিস্তান সংগ্রহ করতে পেরেছে ১১৮ রান।

সেই স্পিন পিচে আবার আগুন ঝরালেন দুই পাক পেসার মোহাম্মদ আমির ও সামি। এই দুইজনের তোপে ৪.৪ ওভারে মাত্র ২৩ রানে তিন উইকেট হারায় ভারত। তবে বিরাট কোহলির ৩৭ বলে অপরাজিত ৫৫ রানের রানের ইনিংসে ২৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

 

 

 

 

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংসের গোড়া পত্তন করেন শারজিল খান ও আহমেদ শেহজাদ। দেখেশুনেই ব্যাট করতে থাকেন তারা। এই জুটি থেকে আসে ৩৮ রান। শেষ পর্যন্ত এই জুটি বিচ্ছিন্ন করেন সুরেশ রায়না। ৭.৪ ওভারে রায়নার বলে মিড অনে বল তুলে মেরেছিলেন শারজিল খান। অসাধারণ দক্ষতায় বল তালুবন্দী করেন হার্দিক পান্ডে। ২৪ বলে ১৭ রান করেন শারাজিল।

এরপর আরেক ওপেনার আহমেদ শেহজাদকে সাজঘরে পাঠান ভারতীয় পেসার বুমরাহ। ৯.২ ওভারে বুমরাহর বলে জাদেজার হাতে ক্যাচ দেন শেহজাদ। তবে তিন চারে ২৮ বলে ২৪ করে সাজঘরে ফেরেন শেহজাদ।

আগের ম্যাচে বুম-বুম ব্যাটিং করা শহীদ আফ্রিদি এদিন ওয়ানডাউনে মাঠে নেমেছিলেন। তবে ঝলক দেখাতে পারেনি। ১৪ বলে মাত্র ৮ রানে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন।

উমর আকমল ও শোয়েব মালিক রানের গতি বাড়োনোর চেষ্টা করেন। তবে বেশি দূর এগোতে পারেননি। জাদেজার বলে ধোনির তালুবন্দী হওয়ার আগে ১৬ বলে এক ছক্কা ও এক চারে মাত্র ২২ রান করেন আকমল। আর নেহরার বলে অশ্বিনের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৬ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৬ রান করেন মালিক। সরফরাজ আহমেদ ৮ রান ও মোহাম্মদ হাফিজ ৫ রান নিয়ে অপরাজিত থাকেন। ভারতের বোলার নেহরা, জাদেজা, বুমরাহ, রায়না ও পান্ডে একটি করে উইকেট পান।

১১৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৩ রান তিন উইকেট হারায় ভারত। একে একে ফিরে যান রোহিত শর্মা (১০), শিখর ধাওয়ান (৬) ও সুরেশ রায়না (০)। ধাওয়ান ও রায়নাকে ফেরান সামি। রোহিত শর্মাকে আউট করেন আমির।

এরপর হাল ধরেন বিরাট কোহলি ও যুবরাজ সিং। বারোতম ওভারের শেষ বলে ওয়াহাব রিয়াজের বলে সামির হাতে ক্যাচ তুলেন যুবরাজ (২৩ বলে ২৪ রান)। তবে সাজঘরে ফেরার আগে বিরাট কোহলি'র ৭.২ ওভারে ৬১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন যুবরাজ।

এরপর ভারতকে জয়ের পথে নিয়ে যান বিরাট কোহলি ও অধিনায়ক ধোনি। কোহলি ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ৯ বলে অপরাজিত ১৩ রান করেন ধোনি। ১৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট