X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তাসকিন ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আইসিসি! (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ০১:১৩আপডেট : ২১ মার্চ ২০১৬, ০১:৫৯

তাসকিন ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আইসিসি! (ভিডিও) অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে টাইগার পেসার তাসকিন আহমেদকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে আপিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করতে লিগ্যাল টিম গঠন করেছে আইসিসি। শিগগিরই ওই লিগ্যাল টিম বৈঠকে বসবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ইতোমধ্যে তাসকিন ইস্যুতে একটি লিগ্যাল টিম গঠন করেছে আইসিসি। শিগগিরই ওই কমিটি জরুরি বৈঠক বসবে বলে জানা গেছে। তিনি বলেন, 'আমরা ইতোমধ্যে আইসিসি চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে এ বিষয়ে আলোচনার জন্য তাদের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের বলেছি, শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনা করতে। আশা করছি যত দ্রুত সম্ভব ইতিবাচক ফল পাওয়া যাবে।'
বিসিবি সভাপতি আরও বলেন, 'আমরা এই আদেশের বিরুদ্ধে স্থগিত আদেশ চাই। সত্যি বলছি, আইসিসির কোনও সিদ্ধান্ত এত দ্রুত পরিবর্তন হতে দেখিনি। তাসকিনের বেলায় যদি সেটা হয়, তবে অবাক হওয়ার কিছু নেই।' তিনি আশা প্রকাশ করেন, তাসকিনের সঙ্গে ভালো কিছুই হবে। বিষয়টি নিয়ে দেন-দরবারের জন্য ইতোমধ্যে তিনি তার বেঙ্গালুরু যাত্রা বাতিল করতে যাচ্ছেন বলেও জানা গেছে।
বিসিবি'র আপিলের পরিপ্রেক্ষিতে কোনও লাভ হবে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা আশা করছি,  ইতিবাচক ফল আসবে এবং সেটা শিগগিরই।’
তাসকিনকে নিষিদ্ধ করার পর বাংলাদেশসহ বিস্মিত পুরো ক্রিকেটবিশ্ব। বিস্ময়ের জন্মটা দিয়েছে মূলত আইসিসির রিপোর্ট। সেখানে বলা হয়েছে, তাসকিনের স্টক ও ইয়র্কার ডেলিভারিতে কোনও সমস্যা নেই, বাউন্সারে সমস্যা। আইসিসির নিয়ম অনুযায়ী এ সমস্যার জন্য বড় জোর সতর্ক করা যেতে পারে তাসকিনকে। কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়েছে।
আইসিসি'র এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশসহ ক্রিকেটবিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। টাইগার অধিনায়ক মাশরাফি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর তীব্র প্রতিবাদ জানায়। আইসিসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় বিসিবি।

ভিডিও এটিএন বাংলার সৌজন্যে:

/এমআর/এমএনএইচ/


সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ