X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অসিদের চতুর্থ উইকেটের পতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ২১:৩৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ২৩:০৩

অসিদের চতুর্থ উইকেটের পতন বাংলাদেশের দেওয়া ১৫৭ রানের টার্গেটে খেলতে ১৫ ওভারে ১২১ রানে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে ৩০ বলে ৩৬ রান প্রয়োজন অসিদের। 

এদিন দুই অসি ওপেনারের ৭.২ ওভারের উদ্বোধনী জুটি আসে ৬২ রান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শেন ওয়াটসন। ১১.৩ ওভারে দলীয় ৯৫ রানে অসি অধিনায়ক স্টিভেন স্মিথকে (১৪) বোল্ড করেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। এরপর আঘাত হানেন আল আমিন। ১৩.১ ওভারে ব্যক্তিগত ৫৮ রানে আল আমিনের বলে বোল্ড হন উসমান খাজা। ফলে ১১৫ রানে অসিদের তৃতীয় উইকেটের পতন ঘটে।

এরপর ওয়ার্নারকে (১৭) আউট করে ম্যাচ জমিয়ে দেওয়ার ইঙ্গিত দেন সাকিব। ১৪.২ ওভারে সাকিবের হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। 

ম্যাচের দুদিন আগে দুঃসংবাদ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ তাসকিন ও ইলিয়াস সানি। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টসের পর শোনা গেল আরও একটি খারাপ খবর। অসুস্থতার জন্য খেলতে পারছেন না টুর্নামেন্টে ২৫৭ রান করা তামিম। তামিমের না থাকাটা কোনও চোটের কারণে নয়। আনুষ্ঠানিকভাবে দল থেকে কিছু না জানানো হলেও সূত্রের খবর ফুড পয়জনিং-এ আক্রান্ত এই ড্যাশিং ওপেনার।
তামিমের না থাকার দিনে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাহমুদউল্লা-সাকিব-মিথুন-মুশফিকদের সম্মিলিত দলীয় প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে টাইগাররা। ২৯ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ । এছাড়া ৩৩ রান করেন সাকিব, মিথুন করেন ২৩ রান।



তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। এদিনও রানখরা কাটাতে পারেননি সৌম্য। দ্বিতীয় ওভারে শেন ওয়াটসনের দ্বিতীয় বলে সহজ ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সৌম্য সরকার (১)। দলীয় সংগ্রহ তখন মাত্র ২ রান।

এরপর ক্রিজে আসেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান। ১৭ বলে ১২ রান করে ফকনারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। তার উইকেটটিও নেন ওয়াটসন। এরপর হাল ধরেন মিথুন ও সাকিব। ৪.১ ওভারে এ দুজন ৩৭ রান যোগ করেন। ৯.২ ওভারে জাম্পার বলে ওয়াটসনের হাতে ক্যাচ তুলেন মিথুন। আউট হওয়ার আগে ২২ বলে ২৩ রান করেছেন তিনি।

১১.৩ ওভারে দলীয় ৭৮ রানে শুভাগত হোম (১০ বলে ১৩ রান) আউট হলে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন ঘটে। ১৫.২ ওভারে ফিরে যান সাকিব। ব্যক্তিগত ৩৩ রানে (২৫ বলে) জাম্পার বলে ক্যাচ তুলেন তিনি। ফলে বাংলাদেশের বড় স্কোরের সম্ভাবনা কিছুটা মিইয়ে যায়।

তবে এরপরও রানের চাকা সচল রাখেন মাহমুদউল্লাহ ও মুশিফিক। ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়েন এই দুজন। তাদের জুটিতে ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৯ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন রিয়াদ। আর ১১ বলে অপরাজিত ১৫ রান করেন মুশফিক।

তবে এদিন তামিম না খেললেও মাঠে নামছেন 'বিস্ময় বালক' মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই টাইগার এবং অসিদের। যে দলই হারবে তারাই সেমির দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়বে। ফলে এ ম্যাচে জিততে মরিয়া দুই দলই।

বাংলাদেশ একাদশমোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং সাকলাইন সজিব।

অস্ট্রেলিয়া একাদশশেন ওয়াটসন, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নিল, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!