X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পারলো না আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১৯:১৪আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৯:১৪

পারলো না আফগানিস্তান আফগানদের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। ততক্ষণে খুব কম রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা ইংলিশ শিবিরে। সেখান থেকে দলকে টেনে তুললেন মঈন আলী। শেষ দিকে তার ৩৩ বলে ৪১ ও ডেভিড উইলির ২০ রানের ইনিংসে ১৪২ রানের সম্মাজনক পুঁজি গড়ে ইংলিশরা।
তবুও হয়তো বিশ্বকাপের প্রথম আপসেট ঘটানোর স্বপ্ন দেখছিল আফগানরা। তবে টপ অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত আর পারেনি তারা। ১৪৩ রানের টর্গেটে খেলতে নেমে ১২৭ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। ফলে ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এ জয়ে সেমির দৌড়ে টিকে থাকলো ইংল্যান্ড।

বুধবার ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে মাঠে নামে ইংল্যান্ড। খেলতে নেমেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা। দলীয় ১৬ রানে ফিরে যান ওপেনার জ্যাসন রয় (৫)। দলীয় ৪২ রানে আউট হন জেমস ভেনিস (২২)। এরপরই টপাটপ উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৪২ থেকে ৫০ মাত্র ৮ রানের মাথায় আরও তিন উইকেটের পতন ঘটে। একে একে ফিরে যান মরগান (০), জো রুট (১২) ও বাটলার (৬)।

দলীয় ৫৭ রানের মাথায় ফিরে যান বেন স্টোকস (৭)। মাত্র ৫৭ রানে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তুলেন মঈন আলী ও ক্রিস জর্ডান। দলীয় ৮৫ রানে জর্ডান (১৫) আউট হলে ডেভিড উইলিকে নিয়ে জুটি গড়ে তুলেন মঈন আলী। তাকে নিয়ে ৫ ওভারে ২৮ রানের জুটি গড়লে ১৪২ রানের লড়াকু পুঁজি গড়ে ইংল্যান্ড। ৪১ রানে অপরাজিত থাকেন মঈন আলী। ২০ রানে অপরাজিত থাকেন উইলি। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৪ রানেই ফিরে যান আফগানদের ব্যাটিংয়ের প্রধান ভরসা মোহাম্মদ শেহজাদ (৪)। দলীয় ১২ ও ১৩ রানে আউট হন যথাক্রমে আসগর স্ট্যানিকজাই (১) ও গুলাবদিন নায়েব (০)। মিডল অর্ডারে রশিদ খান (১৫), মোহাম্মদ নবী (১২), সামিউল্লাহ শেনওয়ারি (২২) কিছুটা প্রতিরোধ করলেও বড় জুটি গড়তে পারেননি কেউই। শেষদিকে শফিকউল্লাহ ২০ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেললেও তা শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ইংলিশদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি ও আদিল রশিদ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!