behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

বিশ্বফুটবলে পরিবর্তন আনা ডাচ কিংবদন্তি ক্রুইফ আর নেই

স্পোর্টস ডেস্ক১৯:০১, মার্চ ২৪, ২০১৬

‘টোটাল ফুটবল’ প্রচলনকারী কিংবদন্তি ডাচ তারকা ফুটবলার ইয়োহান ক্রুইফ মারা গেছেন।১৯৭৪ সালের বিশ্বকাপে ‘টোটাল ফুটবল’ প্রচলনকারী কিংবদন্তি ডাচ তারকা ফুটবলার ইয়োহান ক্রুইফ মারা গেছেন। বৃহস্পতিবার ক্রুইফের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়, ৬৮ বছর বয়সে পৃথিবী ছেড়েছেন ক্যান্সারে আক্রান্ত নেদারল্যান্ডসের এই সাবেক তারকা।
সেখানে বলা হয়, ‘ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই শেষে ২৪ মার্চ বার্সেলোনায় আত্মীয়-স্বজন পরিবেষ্টিত অবস্থায় শান্তিতে মারা গেছেন ইয়োহান ক্রুইফ।’
উল্লেখ্য, তিনবারের ব্যালন ডি’ওর জয়ী এই ফুটবলার গত অক্টোবরে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন।
আয়াক্সের হয়ে খেলোয়াড় হিসেবে টানা তিন বার ইউরোপিয়ান কাপ জিতেছেন ক্রুইফ। এরপর কোচ হিসেবে বার্সেলোনাকে ১৯৯২ সালে তাদের প্রথম ইউরোপিয়ান কাপ এনে দেন। নিজ দেশ নেদারল্যান্ডসকে ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিতে ভূমিকা রেখেছিলেন তিনি। সেই ম্যাচে পশ্চিম জার্মানির কাছে হারে তার দল। বার্সেলোনা তার অধীনেই ১৯৯০-৯১ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত লা লিগার শিরোপা জিতেছিল।
/আরএম/এফআইআর/

ULAB

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ