X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কিউইদের ষষ্ঠ উইকেটের পতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ১৫:০৭আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৭:০০



কিউইদের ষষ্ঠ উইকেটের পতন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে কিউইরা। নিউজিল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের ৪ ওভারের ওপেনিং জুটিতে আসে ২৫ রান। চতুর্থ ওভারের শেষ বলে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ। এই বিস্ময় বালকের বলে বোল্ড হয়ে ফিরে যান হেনরি নিকোলস। ১১ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর হাল ধরে কেন উইলিয়ামসন ও রস টেলর। দলীয় ৫৭ রানে উইলিয়ামসনকে বোল্ড করেন মুস্তাফিজ। ৩২ বলে ৪২ রান করে আউট হন তিনি। 
এরপর হাল ধরেন টেলর ও কলিন মুনরো। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই মুনরোকে বোল্ড করেন আল আমিন। ১৪.৫ ওভারে দলীয় ৯৯ রানে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারে আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। দলীয় ১০০ রানের মাথায় কোরি অ্যান্ডারসনকে বোল্ড করেন তিনি। রানের খাতা না খুলেই বিদায় নিতে হয় তাকে।


বাছাই পর্ব পেরিয়ে আসা বাংলাদেশ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। অন্যদিকে নিউজিল্যান্ড তিন ম্যাচের তিনটিতেই জিতে নিশ্চিত করেছে সেমিফাইনাল। আজকের ম্যাচটি তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। অন্যদিকে কিউইদের হারিয়ে শেষটা ভালো করতে চায় টিম মাশরাফি।

পরিসংখ্যান ঘেটে দেখা যায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার সবগুলোই হেরেছে লাল-সবুজরা। আজকের ম্যাচে কিউইদের বিপক্ষে অধরা জয় তুলে নিতে চায় টাইগাররা।

তিনটি ম্যাচ হারলেও টাইগাররা একেবারেই যে খালি হাতে বসে আছে এমনটা নয়। অন্য যে কোনও বিশ্বকাপের চেয়ে এবার ভাল ক্রিকেট খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানে হারলেও বাকি দুই দলের বিপক্ষেই ভালো খেলেছে মাশরাফিরা। অস্ট্রেলিয়াকে চেপে ধরতে পেরেছে বাংলাদেশ। তিন উইকেটে হারলেও বাংলাদেশ যে দুর্দান্ত ব্যাটিং করেছে তা প্রশংসা কুড়িয়েছে। অস্ট্রেলিয়া হয়তো ১৮.৩ ওভারেই খেলা শেষ করেছে। কিন্তু বাংলাদেশ লড়াই করেই হেরেছে।
আর ভারতের বিপক্ষে ম্যাচের রেশ এখনও কাটছেই না ভক্তদের। সেই ম্যাচে জয়ের কাছে গিয়েও ১ রানে হার মেনে নিতে হয়েছে। পরাজয়ের গ্লানি ক্রিকেটারদের ছাপিয়ে আপামর ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং মো. মিথুন।

নিউজিল্যান্ড একাদশ : হেনরি নিকোলস, কেন উইলিয়ামস (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, মিচেল সান্টনার, গ্রান্ট এলিয়ট, লিউক রঞ্চি, নাথান ম্যাককালাম, মিচেল ম্যাকক্লেনঘান এবং ইশ সোধি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট