X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১০ এপ্রিল প্রিমিয়ার লিগের 'প্লেয়ার বাই চয়েজ'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৯:৫৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:০৩

১০ এপ্রিল প্রিমিয়ার লিগের 'প্লেয়ার বাই চয়েজ' চলতি বছরের ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পথে। কিন্তু প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন তারিখ এখনও জানা যায়নি। তবে বৃহস্পতিবার বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ২০ এপ্রিলের মধ্যে এই আসরের প্রিমিয়ার লিগ আয়োজন সম্ভব হবে। এ জন্য আগামী ১০ এপ্রিলে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজ অনুষ্ঠিত হবে।

এবারের প্রিমিয়ার লিগে 'প্লেয়ার বাই চয়েজ' এর মাধ্যমেই দলগুলো তাদের খেলোয়াড় সংগ্রহ করবে। এজন্য আগামী ১০ এপ্রিল ক্লাবগুলো তাদের পছন্দমতো খেলোয়াড় সংগ্রহ করবে।

প্লেয়ারদের 'বাই চয়েজ' ক্যাটাগরিও চূড়ান্ত হয়ে গেছে। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আগের থেকে ক্যাটাগরিতে একটু পরিবর্তন এসেছে। এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা ২৫ লাখ, এ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২০ লাখ, বি প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ, বি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১২ লাখ, সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৮ লাখ, ডি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫ লাখ এবং ই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সাড়ে ৩ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘সিসিডিএমের একটা সিদ্ধান্ত হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজের লটারি হবে এপ্রিলের ১০ তারিখে। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে ১০ তারিখের পর ১০ দিনের মধ্যে প্রিমিয়ার লিগ শুরু হবে।’

বৃষ্টির মৌসুমে এবারের প্রিমিয়ার লিগটি অনুষ্ঠিত হবে। এই কারণে এবারের প্রিমিয়ার লিগে রিভার্ড ডেও থাকছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা এটাও চিন্তা ভাবনা করছি। যেহেতু আপনারা জানেন এপ্রিল মাসের পর থেকে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য প্রতিটা ম্যাচের জন্য এক দিন করে রিজার্ভ ডে রাখা হবে।’

ক্লাবগুলোর অনুদান চাওয়ার প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘অনুদানের ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করেছি। আমরা এটা বোর্ডে ওঠাবো। আমরা সবাইকে ২০ থেকে ২৫ শতাংশ অনুদান বাড়ানোর চিন্তা-ভাবনা করছি।'

লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলকে ক্রিকেট সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। সেক্ষেত্রে এবারের আসরে রূপগঞ্জ অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে জালাল ইউনুস বলেন, এ ব্যাপারে আলাপ আলেচানা হয়নি। তারা তো প্রিমিয়ার লিগে ছিল। এবার তারা অংশ নেবে কিনা এটা তো তাদের সিদ্ধান্ত।



/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা