behind the news
Vision  ad on bangla Tribune

নিরাপত্তা ইস্যুতে সিরিজ বাতিল করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক১৫:১৫, এপ্রিল ০১, ২০১৬

নিরাপত্তা ইস্যুতে সিরিজ বাতিল করলো পাকিস্তান লাহোরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা প্রভাব ফেলেছে আফগানিস্তানের সম্ভাব্য পাকিস্তান সফরে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেই সফরটি আপাতত বাতিল করেছে। ওই ঘটনায় প্রাণ হারায় ৭০ জনেরও বেশি মানুষ।
পিসিবির মুখপাত্র আমজাদ ভাট্টি এপিকে বলেন, ‘এই মুহূর্তে সফরটি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তবে এটা নিশ্চিত এই মুহূর্তে সফরটি হচ্ছে না।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করতে চেয়েছিল। এছাড়া পাকিস্তান ‘এ’ দলের জন্য চার দিনের ম্যাচও আয়োজন করতে চেয়েছিল। নিরাপত্তার কারণে একইভাবে কেনিয়া নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরটিও বাতিল করেছে পিসিবি ।

উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর বড় কোনও টেস্ট খেলুড়ে দলের সঙ্গে দেশের মাটিতে সিরিজ আয়োজন করতে পারেনি পাকিস্তান।

/এফআইআর/

ULAB

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ