X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শর্ত ছাড়াই স্বাধীনতা কাপে খেলবে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৬:৪৫আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৬:৪৭

শর্ত ছাড়াই স্বাধীনতা কাপে খেলবে শেখ জামাল নাটকের পর নাটক। টুর্নামেন্ট শুরু হওয়ার দুই ঘণ্টা আগে বাফুফে লিগ কমিটির জরুরি সভা। সেখ‌‌‌ানে বর্তমান লিগ চ্যাম্পিয়ন শেখ জামালকে স্বাধীনতা কাপে অন্তর্ভূক্ত করা হয়েছে। কোনও শর্ত ছাড়াই খেলতে রাজি হওয়ায় শেখ জামালকে 'এ' গ্রুপে অন্তর্ভূক্ত করা হয়েছে।

স্বাধীনতা কাপে খেলার আগ্রহ প্রকাশ করে শেখ জামাল বাফুফেকে গত পরশু একটি চিঠি দেয়। ওই চিঠিতে তারা দাবি করেছিল, ৮ খেলোয়াড়কে ফেরত দিলে শেখ জামাল স্বাধীনতা কাপে খেলবে। তবে শেষ পর্যন্ত ওই শর্ত থেকে সরে এসেছে ধানমণ্ডির ক্লাবটি।

শেখ জামাল জানিয়েছে, আদালতে বিচারাধীন আট খেলোয়াড়ের বিষয়টি নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাদের ফেরত চাইবে না। এরপরই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় শেখ জামাল আজ থেকে শুরু হওয়া স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে খেলবে।
বাফুফে পেশাদার লিগ কমিটির চেয়ারাম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন,‘ আমরা সবাইকে নিয়ে খেলা আয়োজনে আগ্রহী ছিলাম। শেখ জামাল ক্লাবের বিষয়টি সভায় নিষ্পত্তি হয়েছে। আদালতে বিচারাধীন আট খেলোয়াড়কে ছাড়াই খেলতে রাজি হয়েছে তারা। তাই শেখ জামালকে টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করায় আর কোনও সমস্যা দেখছি না।'

শেখ জামাল ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘আমরা খেলার পক্ষেই ছিলাম সব সময়। দলবদল করেছি খেলার জন্যই। আট খেলোয়াড়কে ফেরত চাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। নিষ্পত্তির আগ পর্যন্ত আমরা খেলে যাব। আদালত যে রায় দেবেন সেই রায় মেনে নেব। ’

আজ স্বাধীনতা কাপে দুটি ম্যাচ ছিল। টিম বিজেএমসি-রহমতগঞ্জের ম্যাচটি অনুষ্ঠিত হবে তবে ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারার মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে না। এটি আগামীকাল অনুষ্ঠিত হবে।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী