X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবস সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন রাশিদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৯:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৯:৫২

স্বাধীনতা দিবস সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন রাশিদা স্বাধীনতা দিবস সাইক্লিংয়ের সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের রাশিদা বেগম। ঢাকা সাইক্লিং ক্লাবের ব্যবস্থাপনায় আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগীতায় দ্বিতীয় হন একই দলের মৌসুমী বেগম এবং তৃতীয় হন দিনাজপুরের গীতা রায়। বিজয়ীদের ক্রেস্টসহ সহ যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার করে টাকা দেওয়া হয়।

প্রতিযোগিতায় বালিকা অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে আনসার দলের রিমা খাতুন প্রথম হয়ে পুরস্কার পান একটি বাইসাইকেল ও ক্রেস্ট। দ্বিতীয় হন একই দলের শাবনুর আক্তার। তিনি পুরস্কার হিসেবে পান তিন হাজার টাকা ও ক্রেস্ট। তৃতীয় হয়ে দুই হাজার টাকা ও ক্রেস্ট পান এলিনা হক।

বালক অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে মো. ফাহমিদ হোসেন খান প্রথম হয়ে পান একটি বাইসাইকেল ও ক্রেস্ট। শাওন খান দ্বিতীয় হয়ে পান তিন হাজার টাকা ও ক্রেস্ট। তৃতীয় হওয়া আবরার ফারদিন পান দুই হাজার টাকা ও ক্রেস্ট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহাম্মেদ ও মো. আনিস উজ-জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাইক্লিং ক্লাবের সভাপতি জোবেরা রহমান লিনু। এসময় আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া, ঢাকা সাইক্লিং ক্লাবের সহসভাপতি ও কলামিস্ট ইকরাম উজ্জমান ও সাধারণ সম্পাদক রবিউল হাসান খান মনাসহ অন্যান্যরা। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে ছেলে ও মেয়েসহ মোট ১২০জন খেলোয়াড় অংশ নেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’