X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৮ উইকেট হারিয়ে বিপদে ইংলিশরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৯:০২আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২০:৫১


৮ উইকেট হারিয়ে বিপদে ইংলিশরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রবিবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি। ১৭.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা।
ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ওভারের শুরুতেই বদ্রির বলে বোল্ড হয়ে ফেরেন জেসন রয় (০)। আর দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের বলে ফেরেন অ্যালেক্স হেলস (১)। এরপর ৪.৪ ওভারে দলীয় ২৩ রানে মরগানকে সাজঘরে ফেরান স্যামুয়েল বদ্রি।
এরপরই হাল ধরেন জো রুট ও জস বাটলার। জুটি গড়ার পাশাপাশি দ্রুতগতিতে রান তুলেন তারা। ১১.২ ওভারে দলীয় ৮৪ রানে ফিরে যান বাটলার। তবে আউট হওয়ার আগে ২২ বলে ৩৬ রান করেন তিনি। এছাড়া রুটের সঙ্গে ৬.৪ ওভারে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। 
ব্যক্তিগত ১৩ রানে (৮ বলে) ফিরে যান বেন স্টোকস। ব্রাভোর বলে সিমন্সের হাতে ক্যাচ তুলেন তিনি। ১১০ রানে পঞ্চম উইকেটের গত ঘটে ইংলিশদের। একবল পরে ফের আঘাত হানেন ব্রাভো। এবার তার শিকার মঈন আলী (০)। ফলে ১৪ ওভারে ১১০ রানে ছয় উইকেট হারায় ইংলিশরা। এক রান পরেই ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন ঘটে। ব্রাথওয়েটের বলে সাজঘরে ফেরেন রুট। আউট হওয়ার আগে ৩৬ বলে ৫৪ রান করেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ ছিল ইল্যান্ডের বিপক্ষেই। ১৬ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেখানে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছির ক্যারিবিয়ানরা। ওইদিন ৪৮ বলে ১১ ছক্কা ও ৫ চারে ১০০ রানে অপরাজিত ছিলেন ক্রিস গেইল। আগে ব্যাট করা ইংল্যান্ডের ১৮২ রানও নস্যি ছিল গেইল ঝড়ের কারণে।

এরপর নানান চড়াই-উতরাই পেরিয়ে ফাইনালে ওই দুটি দল। আজ ইডেনের প্রথম জয়ের ধারাবাহিকতায় হাঁটবে ওয়েস্ট ইন্ডিজ, নাকি দারুণ প্রতিশোধ নিয়ে শিরোপায় চুমু খাবে ইংল্যান্ড, তা জানা যাবে ঘণ্টা তিনেক পরই।

তবে ফাইনালের আগে পরিসংখ্যানের বিচারে যোজন যোজন এগিয়ে থাকছে ওয়েস্ট ইন্ডিজ শিবির। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট এই দুটি দল মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। তাতে ওয়েস্ট ইন্ডিজের জয় নয়টিতে। এর মধ্যে তিনটিতেই জয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের কাছেই টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশী হারের রেকর্ড এটি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী, জস বাটলার (উইকেটরক্ষক), আলেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস ও ডেভিড উইলি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, সুলেমান বেন, কার্লোস বার্থওয়েট, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলস।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!