behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৯:১৯, এপ্রিল ০৫, ২০১৬

স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস শুরু বৃহস্পতিবারস্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার। রানার গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে এবারের আসর।
প্রতিযোগিতায় ফেডারেশনের অধিভূক্ত সংস্থা থেকে ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। ইভেন্টগুলো হলো-পুরুষ একক, মহিলা একক ও পুরুষ দ্বৈত ইভেন্ট ছাড়াও বালক একক ১৪ বছর, বালিকা একক ১৪ বছর, বালক/বালিকা অনূর্ধ্ব-১২ বছর, বালক/বালিকা অনূর্ধ্ব-১০ বছর ও বালক/বালিকা অনূর্ধ্ব-৮ বছরসহ সিনিয়র ৫০+ ও সিনিয়র ৫৫+ । টুর্নামেন্টে মোট ১ লাখ ৪৭হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হবে।
জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ মঙ্গলবার টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ডিরেক্টর এম. আনোয়ারুল আজিম, টুর্নামেন্ট ডিরেক্টর ও রানার গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, বিটিএফ সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, টুর্নামেন্ট কো-অর্ডিনেটর খালেদ সালাহউদ্দিন, বিটিএফ কোষাধ্যক্ষ আহমেদ জিয়াউর রহমান ও রানার গ্রুপের মিডিয়া বিভাগের পরিচালক ওয়াহেদ মুরাদ ।

/আরএম/এফআইআর/

ULAB
Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ