X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগেই ধ্যান-জ্ঞান মুমিনুলের

রবিউল ইসলাম
০৬ এপ্রিল ২০১৬, ১৯:৫৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২০:০৬

মুমিনুল হক সৌরভ গত নভেম্বরে অনুষ্ঠিত বিপিএল-এর তৃতীয় আসরে সর্বশেষ ব্যাট ও বল হাতে ২২ গজে নেমেছিলেন মুমিনুল হক সৌরভ। এরপর কেটে গেছে প্রায় চার মাস; এখন শুধু অপেক্ষা আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজারে বেড়ে উঠা মুমিনুল। তাইতো এক বেলা করে প্রত্যেকদিন মিরপুরের ইনডোরে নিয়মিত অনুশীলন চালাচ্ছেন তিনি। তার চোখে মুখে এখন শুধু প্রিমিয়ার ক্রিকেটে ভালো করার তাড়না। বুধবার বিকালে মুঠোফোনে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপ হয় মুমিনুল হক সৌরভের। সেখানেই তিনি তার বর্তমান ভাবনা নিয়ে কথা বলেছেন।
তিনি জানান, আপাতত তার প্রাথমিক লক্ষ্য প্রিমিয়ার লিগে সফল হওয়া। এখানে ভালো পারফরম্যান্স করতে চান তরুণ এই প্রতিভাধর ক্রিকেটার। এরপর জাতীয় দলের জার্সিতে টেস্টের দিকে মনোযোগী হবেন। নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করছেন। জাতীয় দল যখন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছিল তখন থেকেই মুমিনুল ইনডোরে ব্যাটিং অনুশীলন চালিয়েছেন। এখনও তার অনুশীলন অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘প্রিমিয়ার লিগকে সামনে রেখে অনেকদিন ধরেই অনুশীলনের মধ্যে আছি। নিয়মিত জিম করছি নিজেকে ফিট রাখার জন্য। দেখা যাক লিগে কেমন পারফরম্যান্স করতে পারি!’

চোখ আর মনকে প্রশান্তি দেওয়া মুমিনুলের সব ড্রাইভ ছড়িয়েছে সৌন্দর্যের ছটা, পুল শটে ফুটে উঠেছে শৌর্য, একেকটি লফটেড শট প্রমাণ দিয়েছে সাহসিকতার। সেই মুমিনুল ছিলেন না বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেই।  অথচ ‘টেস্ট ব্যাটসম্যান’ খেতাব পাওয়া মুমিনুলের ব্যাটিং গড় অনেকের চেয়ে বেশি। মুমিনুল মাস ছয়েক আগেও সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে থাকতেন নিয়মিত ভাবে। কিন্তু ‘টিম কম্বিনেশনের’ কথা বলে সেরা একাদশে জায়গা হতো না তার। কখনও সুযোগ পেলেও হাস্যকর ভাবে ৩ নম্বরে খেলা মুমিনুলকে খেলতে হয়েছে ৯ নম্বরে!

টেস্ট খেতাব মুছে ফেলতে আসন্ন প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করতে চান মুমিনুল। টেস্ট খেতাব মুছে ফেলতে আসন্ন প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করতে চান তিনি। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট নিয়ে এখনো কিছু ভাবছেন না। মুমিনুলের প্রথম ভাবনা প্রিমিয়ার লিগ। দ্বিতীয় ভাবনা এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের ৭টি টেস্ট ম্যাচ (যদিও ম্যাচগুলো এখনও চূড়ান্ত হয়নি)। সেখানে ভালো করলে বাকি ফরম্যাটে সুযোগ আসবে বলে মনে করেন তিনি।
সেক্ষেত্রে ২০১৭ সালে ইংল্যন্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিজের লক্ষ্য বানাবেন কিনা জানতে চাইলে মুমিনুল বলেন, ‘আমি আসলে নির্দিষ্ট কিছুকে লক্ষ্য বানাতে চাই না। সামনে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। প্রাথমিক লক্ষ্য ওখানে ভালো করা। এরপর এ বছর ৭টি টেস্ট হওয়ার সম্ভবনা রয়েছে। ওই ৭টি টেস্টে সুযোগ পেলে চেষ্টা করবো দারুণ কিছু করার। এরপর চিন্তা করবো বাকি ফরম্যাটে কি করা যায়! আপাতত আমার লক্ষ্য প্রিমিয়ার লিগই। আসলে সবকিছুই নির্ভর করছে আমার পারফরম্যান্সের ওপর। কেননা দলে সুযোগ পাওয়ার বিষয়টি আমার হাতে নেই। যতটুকু পারি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দেওয়ার।’
মুমিনুল সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছেন গত ৩ আগস্ট। এরপর সিডিউল অনুযায়ী জাতীয় দলের জার্সিতে চলতি বছর আগস্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। বিসিবি চেষ্টা করছে জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার। যদিও এখন কোনও কিছু চূড়ান্ত হয়নি। ইডেনের টেস্ট হিসেব করলে মুমিনুল প্রায় ১০ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন! তবে এটা নিয়ে নার্ভাস নন তিনি। ক্রিকেটারদের খেলার মধ্যেই থাকতে হয়। জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত রাখছেন।

এ প্রসেঙ্গ মুমিনুল বলেন, ‘এগুলো নিয়ে আমি ভাবছি না। দলের বাইরে অনেক দিন আছি। আবার সুযোগ পেলে দলে ঢুকবো। চেষ্টা করবো পারফরম্যান্সের উন্নতি করার। সেটা করতে পারলে এমনিতেই সুযোগ আসবে। আর ক্রিকেটারদের ক্যারিয়ারে এমন সময় সবারই কম বেশি আসে।’

সমুদ্র শহর কক্সবাজারের ছেলে মুমিনুল কিন্তু সাগরের মতো ঠিক উচ্ছ্বল-উত্তাল-পল্লবিত নন! খানিকটা মুখচোরা স্বভাবের। নির্জনে নিজের মতো থাকাই তার পছন্দ। মিছিলের ভিড়েও যিনি অন্যের আড়ালে নিজেকে লুকোতে চান। দারুণ ভাবে টেস্ট ক্যারিয়ার শুরু করা মুমিনুল এখন কিছুটা হলেও আড়ালে পড়ে যাচ্ছেন। তবে প্রিমিয়ার লিগ দিয়ে আবারো ফোকাসে আসতে চান তিনি। বাংলা ট্রিবিউনকে এমন বক্তব্যই দিয়েছেন বাংলাদেশের লিটল মাস্টার খেতাব পাওয়া মুমিনুল। তিনি বলেন, ‘সবাইতো চায় ফোকাসে আসতে। আমি এর ব্যতিক্রম নই। প্রিমিয়ার লিগে ভালো খেলে সেই ফোকাসটা নিজের দিকে টেনে নিতে চাই। সবচেয়ে বড় কথা আমাকে ভালো খেলতে হবে। সেটা খেলতে পারলেই ফোকাসে আসতে পারবো। আমি সেই চেষ্টাই করবো। আমার সমস্ত মনোযোগ এখন আসন্ন প্রিমিয়ার লিগ নিয়ে। সেখানে আমার সর্বোচ্চ চেষ্টাটাই আমি করবো।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়