behind the news
Vision  ad on bangla Tribune

শেষবারের মতো বাফুফের সভাপতি নির্বাচনে সালাহউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৬:১৩, এপ্রিল ০৭, ২০১৬

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন।তৃতীয় ও সর্বশেষবারের মতো বাফুফের সভাপতি নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ)-এর বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দীন।
গতকাল বুধবার ‘বাঁচাও ফুটবল’ এর বিসিবি সভাপতির কাছে দ্বারস্থ হওয়ার প্ররিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই সংবাদ সম্মেলন ডাকেন বাফুফে সভাপতি। এদিন নির্বাচনি প্রচারণাও চালান তিনি। এসময় সকল ক্লাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্প্রতি বাঁচাও ফুটবলের ব্যানারে কাজী সালাহউদ্দীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ফুটবল সংগঠকরা। এর প্রেক্ষিতে সালাহউদ্দীন তাদের আক্রমণ করার চেয়ে নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন।
তিনি এসময় তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘গত ৮ বছরে আমার অধীনে ফুটবলে ব্যাপক উন্নয়ন হলেও জাতীয় দলের পারফরম্যান্সে ব্যর্থতা ছিল। সেটি আমি স্বীকার করি। আর এবার নির্বাচিত হলে জাতীয় দলের পরিচালনা পদ্ধতি সম্পূর্ণ বদলে দেবো।’

এসময় সাবেক সতীর্থ ও সংগঠকদের অভিযোগ নিয়ে সালাহউদ্দীন আরও বলেন, ‘তাদের উচিত গণতান্ত্রিক উপায়ে ভদ্রভাবে দেশের ফুটবল নিয়ে কাজ করা। ব্যক্তি সালাহউদ্দীনকে আক্রমণ করে তারা নিজেদেরকেই ছোট করছেন। আর এতে হেয় হচ্ছে দেশের ফুটবল।’

আর্থিক অনিয়মের যে অভিযোগ এ নিয়েও কথা বলেন তিনি। বলেন, ‘ফিফার কাছে গত ৩ মাস আগে সব রকমের অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যেই অভিযোগ ছিল একাডেমির অর্থ পুরোপুরি ব্যয় করা হয়নি এর ব্যাখ্যা ফিফাকে দেওয়া হয়েছে।’

 

/আরএম/এফআইআর/

ULAB
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ