X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মুস্তাফিজ ম্যাজিকে মজেছে ক্রিকেটবিশ্ব

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ০০:১১আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০০:২২

মুস্তাফিজ ম্যাজিকে মজেছে ক্রিকেটবিশ্ব ৪ ওভারে ৯ রান দিয়ে দুই উইকেট। ধুম-ধাড়াক্কা টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে যা এক কথায় অবিশ্বাস্য! তবে ৪-১-৯-২, স্কোরবোর্ডে এমন পরিসংখ্যানও ঠিক বুঝাতে পারছে না পাঞ্জাবের বিপক্ষে কেমন বোলিং করেছেন এই কাটার মাস্টার।

ভুবনেশ্বর কুমার-বারিন্দর স্রান-মোইজেস হেনরিকসরা যেখানে ওভার প্রতি আটের বেশি রান দিয়েছেন, সেখানে তরুণ মুস্তাফিজের বলে টিকে থাকতেই সংগ্রাম করতে হয়েছে পাঞ্জাবের ব্যাটসম্যানদের। মুস্তাফিজের ২৪ বলের মধ্যে ১৭টিই ছিল ডট!  তার বলে কোনও চার-ছয় হাঁকাতে পারেননি শন মার্শ-ডেভিড মিলার-ম্যাক্সওয়েলের মতো হার্ড হিটাররা।

মুস্তাফিজের এমন পারফরম্যান্সে সবচেয়ে খুশি বোধহয় কাউন্টি ক্লাব সাসেক্স!  কিছুদিন পরই যে তাদের হয়ে মাঠ মাতাবেন 'দ্য ফিজ'।  টুইটারে সে উচ্ছ্বাসই প্রকাশ করলেন সাসেক্সের ইংলিশ খেলোয়াড় লুক রাইট। তিনি টুইট করেন, '৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট! অবিশ্বাস্য! নিশ্চিতভাবে সাসেক্স ভক্তরা তাকে দেখতে মুখিয়ে আছেন।'

পুরো ম্যাচ জুড়ে ধারাভাষ্যকারদের প্রশংসায় ভেসেছেন মুস্তাফিজ। সুনিল গাভাস্কার-রমিজ রাজা বিশেষণ হারিয়ে কেবল বারবার বলেছেন, মুস্তাফিজের বোলিং মানেই জাদু! শেষ ওভারে নিখিল নায়েককে আউট করার পর বড় স্ক্রিনেও ভেসে উঠে ‘ম্যাজিক্যাল মুস্তাফিজুর’।

আইপিএলে সেরা বাঁহাতি বোলার কে এমন জরিপের একতরফা জয়ী মুস্তাফিজ। ৭১% ভোট গেল মুস্তাফিজের পক্ষে , ধারে-কাছেও থাকলেন না বাকি তিনজনের কেউ । এই পরিসংখ্যান দেখে রমিজ রাজা বলে দিলেন, ' কোনও বাঁহাতি-ডানহাতি নয়, সে বিশ্বের সেরা বোলার।

সনি টিভির ইনিংস ব্রেক টক শো-তে নভোজ্যোত সিং সিধু'র তো অজ্ঞান হওয়ার দশা মুস্তাফিজ বন্দনায়! রসিক কথাবাজ সিধু তো সরাসরি ঘোষণাই দিয়ে দিলেন 'মুস্তাফিজ এই টুর্নামেন্টের সেরা। মুস্তাফিজ নিজেই ইতিহাস লিখেন!'

আইপিএলের এবারের আসরের সবচেয়ে 'কিপটে' বোলিং করা মুস্তাফিজকে সম্মান জানাতে ভোলেননি অধিনায়ক ওয়ার্নার। তাকে সবার সামনে রেখে হাততালি দিতে দিতে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন তিনি। দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচ জিতে নিয়েছে হায়দরাবাদ সানরাইজার্স। সঙ্গত কারণেই ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন মুস্তাফিজ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা