X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

পুরস্কার নিয়ে বাংলায় কথা বললেন মুস্তা‌‌‌ফিজ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ০০:৪২আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০০:৫০

পুরস্কার নিয়ে বাংলায় কথা বললেন মুস্তা‌‌‌ফিজ (ভিডিও) প্রথমে বল হাতে মুস্তাফিজের অসাধারণ বোলিং। পরে ব্যাট হাতে ওয়ার্নার ও ধাওয়ানের নির্ভরযোগ্য ব্যাটিং। সব মিলিয়ে আইপিএলে পাঞ্জাবের বিপ‌‌‌ক্ষে দাপটের সঙ্গেই জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার রাতে রাজীব গান্ধী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে পরাজিত করেছে মুস্তাফিজের সানরাইজার্স। পাঁচ ম্যাচে হায়দরাবাদের এটি তৃতীয় জয়। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঞ্জাবের এটি চতুর্থ হার।

দারুণ বোলিংয়ের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেন মুস্তাফিজ। পুরস্কার নেওয়ার পর দর্শকদের লক্ষ্য করে বাংলায় কথা বলেন এই কাটার মাস্টার। তিনি বলেন, 'সবাইকে অনেক ধন্যবাদ। গেমটা অনেক ভালো হয়েছে। সবাই অনেক এনজয় করেছেন। থ্যাংক ইউ।' এ সময় 'মুস্তাফিজ, মুস্তাফিজ' চিৎকারে দর্শকেরা তাকে স্বাগত জানান।

এদিন আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৩ রান করে পাঞ্জাব। দলের হয়ে মার্শ ৪০, প্যাটেল অপরাজিত ৩৬ ও ভোরা ২৫ রান করেন। সানরাইজার্সের হয়ে বল হাতে চমক দেখান মুস্তাফিজ। চার ওভারে মাত্র নয় রান দিয়ে নেন দুটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে তারা করেন ৯০ রান।

৩১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন ওয়ার্নার। যার মধ্যে ছিল সাতটি চার ও তিনটি ছ্ক্কার মার। ৪৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন ধাওয়ান। শেষের দিকে ২০ বলে ২৫ রান করে ইংলিশ অধিনায়ক মরগান। তবে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরিকস (৫) ও ওঝা (২)।



/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হিমাগারে সাড়ে ৬ লাখ ডিম, দুই ব্যবসায়ীকে জরিমানা
হিমাগারে সাড়ে ৬ লাখ ডিম, দুই ব্যবসায়ীকে জরিমানা
মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে: কিয়েভে ব্লিঙ্কেন
মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে: কিয়েভে ব্লিঙ্কেন
হবিগঞ্জে হত্যাকাণ্ড: যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ১০
হবিগঞ্জে হত্যাকাণ্ড: যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ১০
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ