X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গেরহার্ডসহ আরেক জার্মান মেরিনার্সে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ২০:১৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২০:২৬

গেরহার্ডসহ আরেক জার্মান মেরিনার্সে কাল সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। আর এবারের আসরে শিরোপা জিততে বাংলাদেশ হকি জাতীয় দলের সাবেক কোচ রাখ গেরহার্ড পিটারসহ জার্মান ফরোয়ার্ড নিকোলাই হেইঞ্জকে উড়িয়ে এনেছে ঢাকা মেরিনার্স ক্লাব। ঘরোয়া হকি লিগে জার্মান কোনও খেলোয়াড়ের এটি দ্বিতীয় পদচারণা।
আজ রবিবার ক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে গেরহার্ড, হেইঞ্জ এবং অপর দুই কেনিয়ান গোলরক্ষক লিনাস কিপকেমবাই ও মিডফিল্ডার ওকিও উইলসকে উপস্থাপন করে মেরিনার্স। এবারের হকি মৌসুম শুরুর আগেই তারা দল গোছাতে মাঠে নেমে। দেশীয় খেলোয়াড়ের মধ্যে সব পজিশনেই সেরাদের দলে নিয়েছে তারা। জাতীয় দলের ডিফেন্ডার চয়ন, আশরাফুল, ফরোয়ার্ড রিমন, রাব্বি, বিকেএসপির সবুজ, শিশির, আরশাদ, মহসিন, তপু এবং রাজশাহীর পারভেজ, প্রশান্ত ও রূপকে দলে নিয়েছে মেরিনার্স।

পাশাপাশি যেসব জায়গায় কিছুটা দুর্বলতা ছিল সেসব স্থানেও তারা এনেছে বিদেশি খেলোয়াড়। ২৭ এপ্রিল মালয়েশিয়া থেকে আসছে মিডফিল্ডার জিওয়া মোহন এবং ফরেয়ার্ড জীবন মোহন। মেরিনার্সের এই তালিকা আপাতত কাল থেকে মাঠে গড়ানো ক্লাব কাপ হকির জন্য। লিগের জন্য ভারত ও পাকিস্তান থেকে আরও খেলোয়াড় আসছে মেরিনার্সের তাঁবুতে।

দায়িত্ব নেওয়ার পর গেরহার্ড বলেন, ‘বাংলাদেশের হকি আমার চেনা জগত। ঢাকার হকি লিগও আমার অজানা নয়। আমি তিনজন ভালো হকি খেলোয়াড় নিয়ে এসেছি টুর্নামেন্টে। এরা ভালো করবে আশা করি। আর মেরিনার্স ভালো দল গড়েছে। আমার লক্ষ্য চ্যাম্পিয়নশিপ।’

ক্লাব কাপের জন্য জাতীয় দলের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়নকে দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে।

আজকের অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা, হকি সম্পাদক বদরুল ইসলাম দীপু ও জার্সি স্পন্সর সোয়েটার মেকার্সের সিইও এহসানুল হক উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি