X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘থাইল্যান্ডে শেষ দিনে ভাগ্যটা খারাপ ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ২১:১৯আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২১:১৯

থাইল্যান্ডে ২১তম ব্যাংকক চেজ ক্লাব ওপেন টুর্নামেন্টের শেষ রাউন্ডে রবিবার ভারতের গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্র করতে পারলেই জিএম নর্ম নিশ্চিত ছিল। কিন্তু শুরুটা ভালো করেও এক ভুল চালে সর্বনাশ। ফিদে মাস্টার মনন রেজা নীড়কে হারতে হয়েছে। তাই জিএম নর্ম নামের পাশে যুক্ত হয়নি। তবে আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করে খুশি হলেও নীড়ের শেষ রাউন্ডে ভারতের দাবাড়ুর কাছে হারের দৃশ্যটা ভুলতে কষ্ট হচ্ছে। আজ সন্ধ্যায় দেশে ফিরে সেই আফসোসের কথাই যেন উচ্চারিত হয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া দাবাড়ুর কণ্ঠে।

থাইল্যান্ডে নীড় সপ্তম হয়েছেন। নয় রাউন্ডের মধ্যে ছয়টি জয়, দুটিতে হার ও একটিতে ড্র করেছেন। জয়ীয় তালিকায় দুজন গ্র্যান্ডমাস্টারকে  হারানোর উদাহরণ আছে। ভারতের আরেক দাবাড়ুকে শেষ রাউন্ডে হারাতে পারলেই অভাবিত সাফল্যের মুখ দেখতেন। নীড় তাই বিমানবন্দর থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কী বলবো বলুন। শেষ রাউন্ডে শুরুটা ভালোই করেছিলাম। জেতার মতো অবস্থায় ছিলাম। কিন্তু সময় কম থাকায় এক ভুলে চালে হারতে হয়েছে। অন্তত ড্র করতে পারলে নর্ম পেতে পারতাম। এখন আসলে খারাপ লাগছে। থাইল্যান্ডে শেষ দিনে ভাগ্যটা খারাপ ছিল।’

আইএম নর্ম অর্জন হয়েছে। জিএম নর্ম না পেয়ে নীড়ের মন খারাপ। তবে সেখানে সাফল্য পাবেন, রেটিং ২৪৩০ এর মতো হবে, তা ভাবেননি, ‘আইএম নর্মের পর জিএম নর্মের কাছাকাছি পৌঁছে যাবো তা চিন্তায় ছিল না। এমন সাফল্যে আমি খুশি বলতে পারেন। তবে শেষ দিনটা ভালো গেলে খুশির মাত্রাটা বেড়ে যেতো।’

নারায়ণগঞ্জের ফিলোসোফিয়া স্কুলে পড়ুয়া নীড়ের আবার পড়াশোনার পাশাপাশি দাবা বেশ টানে। তাই তো এর সঙ্গে লেগে আছেন। সব দাবাড়ুর স্বপ্ন যেমন থাকে গ্র্যান্ডমাস্টার হওয়া। নীড়ের শুধু ভালো খেলার দিকে দৃষ্টি। তার যুক্তি, ‘ভালো খেলতে থাকলে তখন সাফল্য আসবে। নর্ম হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। আপাতত ইতিবাচক পারফরম্যান্সের দিকে আমার দৃষ্টি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী