X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেষ দুই দিনে অনেক কিছু সম্ভব বললেন সোহান

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২২ জানুয়ারি ২০১৭, ১০:৫৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১১:১৩

নুরুল হাসান সোহান বৃষ্টিতে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় রবিবার বিকেল সোয়া চারটার পর হোটেলে ফিরে গেছে বাংলাদেশ দল। টিম বাসে চড়ার আগে দলের পক্ষে নুরুল হাসান সোহান বলে গেছেন, ‘বৃষ্টির ওপরতো আমাদের কারও তো হাত নেই। যা করার মাঠেই আমাদের করতে হবে। খেলার আরও দুদিন বাকি আছে। টিম হিসাবে ভালো খেলতে পারলে আমাদের পক্ষে অনেক ভালো কিছু করা সম্ভব।’

আগের সব বাকি ওভার এবং বৃষ্টিতে পুরো এক দিন খেলা না হওয়ায় চতুর্থ দিনের খেলা এগিয়ে এনে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০ টায় শুরু হবে। বাংলাদেশের ঘড়িতে তখন বাজবে ভোর সাড়ে তিনটা। আবহাওয়ার পূর্বাভাসে সোমবার এখানে বৃষ্টি নেই। তবে বাতাস বইবে অনেক জোরে। আর টেস্টের শেষ দিন মঙ্গলবার থাকবে রোদ ঝলমলে দিন।

একটা দিন বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। খেলায়  কী এর কোনও প্রভাব থাকবে? সোহান বললেন, ‘আরও দু’দিন খেলাতো বাকি। এই দুই দিনে অনেক কিছুই করা সম্ভব।’ সারাদিন সাত ঘণ্টার বেশি সময় খেলোয়াড়রা ড্রেসিং রূমে আটকা ছিলেন বৃষ্টিতে। কী করলেন এই সময়ে। সোহান জানান, আড্ডা দিয়ে সময় কাটিয়েছেন তারা। এছাড়া আর কীই বা করার ছিল তাদের।

শনিবার তাসকিন বলেছিলেন খেলার মোমেন্টাম বাংলাদেশের পক্ষে মোড় নিয়েছে। বাংলাদেশ এখন টেস্ট জিততেও পারে। বৃষ্টির কারণে কী ক্ষতির মুখে পড়ল সেই মোমেন্টাম? বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিমের চোটের কারণে দলে জায়গা পাওয়া তরুণ এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান বলেন, ‘খেলাতো এখনও দু’দিন বাকি। এরমধ্যে আমরা ভালো কিছু করার চেষ্টা করব।’

ক্রাইস্টচার্চ টেস্টের এখনও ১৮০ ওভারের বেশি খেলা বাকি। এ অবস্থায় দলের পরিকল্পনা কী? সোহান ইতিবাচক, ‘খেলা ছাড়াতো আপাতত নতুন পরিকল্পনা নিয়ে আলাপ হয়নি। এ অবস্থায় ম্যাচটা ড্র করাটা আমাদের প্রথম টার্গেট থাকবে। আরও ভালো কোনও সুযোগ এলে মাঠেই নতুন পরিকল্পনা ঠিক করা হবে।’ বৃষ্টিতে তৃতীয় দিন পণ্ড হওয়ার পর এ খেলা থেকে কী আশা করেন আর? ঘুরেফিরে সেই একই প্রশ্ন। সোহানেরও একই জবাব, ‘সোমবার খেলা শুরুর পর তা বোঝা যাবে। ইতিবাচক থেকেই মাঠে সেরা খেলাটা আমাদের খেলতে হবে।’

অভিষেক ম্যাচে তার হাফসেঞ্চুরিটা হয়নি। এটি নিয়ে নিশ্চয় তার আক্ষেপ আছে! ক্রাইস্টচার্চ টেস্টের বাংলাদেশের অন্যতম অভিষিক্ত বলেন, ‘আমার শেখার অনেক কিছু এখনও বাকি। দুর্বলতা নিয়ে দলের সিনিয়র সদস্যদের সঙ্গে আলাপ করে তা সংশোধনের চেষ্টা করব।’ বাংলাদেশ দলে বহুদিনের নির্ভরযোগ্য একজন উইকেট কিপার আছেন। অনেক অপেক্ষার পর তার স্থানে জায়গা পাওয়াটাকে কীভাবে দেখছেন জানতে চাইলে সোহান বলেন, ‘মুশফিক ভাই দীর্ঘদিনের অভিজ্ঞ উইকেট কিপার। আশা করি সুস্থ হয়ে তিনি আবার তার জায়গায় ফিরে আসবেন। কারণ বাংলাদেশ দলকে তার দেওয়ার এখনও অনেক কিছু আছে।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার