X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এটুআই বিল সংশোধনের দাবি ৫ সংগঠনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ০১:১৯আপডেট : ১১ জুলাই ২০২৩, ০১:১৯

সম্প্রতি জাতীয় সংসদে পাশকৃত এজেন্সি টু ইনোভেট (এটুআই) বিল-২০২৩ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের দাবি জানিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক ৫ বাণিজ্য সংগঠন।    

এ উপলক্ষে সোমবার (১০ জুলাই) রাজধানীর কাওরানবাজারের বেসিস মিলনায়তনে ৫ সংগঠন সম্মিলিতভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটুআই বিলে মোট ১৩টি ধারা ও ১৫টি উপধারায় প্রয়োজনীয় সংশোধনের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব বর্ণিত সভায় উপস্থাপনের জন্য দাখিল করা হয়। এরমধ্যে সভায় সর্বসম্মতিক্রমে ৩টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়–১. নির্বাহী কমিটিতে সব আইসিটি ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাখতে হবে। ২. এটুআই কোনও প্রকার যৌথ বা অংশীদারী কারবারে অংশগ্রহণ করতে পারবে না। ৩. এটুআই কোম্পানি গঠন করতে পারবে না। কিন্তু গত ৫ জুলাই জাতীয় সংসদে, সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশকৃত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী উত্থাপিত এটুআই বিল পর্যালোচনা করে দেখা যায়, সংসদীয় স্থায়ী কমিটিতে সর্বসম্মতিক্রমে গৃহীত ৩টি সংশোধন প্রস্তাবের দুটি বিষয় বিবেচনা করা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব তথা, ‘এজেন্সি প্রয়োজন অনুযায়ী কোম্পানি গঠনের ক্ষমতা এখনও বিদ্যমান, যা সম্পূর্ণ বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছিল।

এ প্রসঙ্গে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, যদিও এজেন্সি টু ইনোভেট (এটুআই) ২০২৩ বিল নিয়ে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা সব অ্যাসোসিয়েশন প্রধান বেশ কয়েকবার বসেছি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো সম্পর্কে লিখিত প্রস্তাব দিয়েছি৷ জাতীয় সংসদে এটুআই বিলটি পাশ হলে আমরা তথা তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ভীষণভাবে স্তম্ভিত হয়ে লক্ষ্য করলাম, সংসদীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধারা, এটুআই’কে কোম্পানি গঠনের ক্ষমতা দেওয়ার ধারাটি রয়ে গেলো। পাশকৃত এটুআই বিল-২০২৩ -এর ২১ ধারায় বর্ণিত কোম্পানি গঠনের ক্ষমতা সম্পূর্ণরূপে রহিত করার পাশাপাশি অন্যান্য সাংঘর্ষিক ধারা প্রয়োজনীয় সংশোধনপূর্বক বিলটি পুণর্মুদ্রণের ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, আমরা সংসদীয় স্থায়ী কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলাম এবং দাবিগুলোর সঙ্গে একমত এবং স্মার্ট বাংলাদেশের স্বার্থে এই ধারাটি বাতিল করে আইনটি সংশোধন প্রয়োজন।

আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক বলেন, পাশ হওয়া এটুআই বিল ২০২৩ অনুসারে সরকার ব্যবসার ক্ষেত্র সৃষ্টি করতে বেসরকারি খাতকে সহযোগিতা করবে কিন্তু নিজে ব্যবসার অংশ হবে না। এজন্য আমরা আনন্দিত। এসপায়ার টু ইনোভেটের স্থায়ী কাঠামো হিসেবে এজেন্সি টু ইনোভেট পাবলিক সার্ভিসের ডিজিটাল রূপান্তর এবং নাগরিকের জীবনমানে সৃষ্ট সেবা অধিকতর কার্যকর ও টেকসই করতে কাজ অব্যাহত রাখবে। আইএসপিএবিসহ সকল আইসিটি সংগঠন এ সকল কাজে সহযোগী হিসেবে পাশে থাকবে। 

ই-ক্যাব’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, সব অ্যাসোসিয়েশনের সম্মিলিত দাবি মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের আইসিটি উপদেষ্টা শিগগিরই সম্পাদন করবেন এটাই প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে দেশের কম্পিউটার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নির্বাহী কমিটির কোনও সদস্য উপস্থিত ছিলেন না।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
আসন্ন বাজেটে যুক্ত হবেন ২০ লাখের বেশি দরিদ্র মানুষ
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা