X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পরবর্তী অ্যাপ্রিকট সম্মেলন ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ০৮:২৩আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭:০৫

অ্যাপ্রিকট (এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস) সম্মেলনের পরবর্তী আসর বসবে ঢাকায়। আগামী বছরের ২৪ থেকে ফেব্রুয়ারি ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে (২৯ ফেব্রুয়ারি) ব্যাংকক থেকে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক। 

এমদাদুল হক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় অ্যাপ্রিকট-২০২৪ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সেখান থেকে তিনি জানান, বাংলাদেশ থেকে এবার শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন সংগঠনের মহাসচিব নাজমুল করিম ভুঁইয়া। 

জানা গেছে, ব্যাংককে অ্যাপ্রিকট সম্মেলন শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি।  শেষ হবে শুক্রবার (১ মার্চ)।  সেখানে একই সঙ্গে শুরু হয়েছে এপনিকের (এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার) ৫৭তম সম্মেলন।  এমদাদুল হক জানালেন, এবারের সম্মেলনে সহস্রাধিক অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। 

অ্যাপ্রিকট সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলাদেশেও অ্যাপ্রিকটের সম্মেলনে এর চেয়ে বেশি অংশগ্রহণকারী প্রত্যাশা করছেন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক। তিনি বলেছেন, ‘আমরা যেহেতু পরবর্তী হোস্ট, তাই আমাদের লক্ষ্য কী করে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো যায় সেই পরিকল্পনা করা। সারা পৃথিবী থেকে এক্সপার্টরা আসবেন।  কীভাবে নেটওয়ার্ক আরও সুরক্ষিত করা যায়, শক্তিশালী করা যায় তা আমাদের আইএসপি প্রকৌশলীদের হাতে-কলমে শেখাবেন। এতে দেশের আইএসপি খাত উপকৃত হবে।’

বাংলাদেশ প্রতিনিধি দলে আরও আছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ই অ্যান্ড ও বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান ও কমিশনের পরিচালক মো. নুরুন্নবী। সম্মেলন শুরু হয় ১৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, ঢাকায় অ্যাপ্রিকটের আয়োজক আইএসপিএবি। সম্মেলনের বিভিন্ন কর্মশালা আর সেমিনারে ইন্টারনেট অপারেশন ব্যবস্থার খুঁটিনাটি প্রকৌশল জ্ঞান বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ইন্টারনেট সেবা সচল রাখা এবং ইন্টারনেট কূটনীতির মতো নীতিগত বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে অ্যাপ্রিকটের ৯৭টি দেশের সদস্যরা অংশ নিয়ে থাকেন।

/এইচএএইচ/এমএএ/
সম্পর্কিত
ঈদযাত্রীদের জন্য নেটওয়ার্ক শক্তিশালী করল গ্রামীণফোন
শিগগিরই এক লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হবে: পলক
সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ স্থগিত
সর্বশেষ খবর
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ