X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আড়ালে থাকা তথ্যপ্রযুক্তি নায়কেরা

দায়িদ হাসান মিলন
১২ জুন ২০১৬, ১৬:২৬আপডেট : ১২ জুন ২০১৬, ১৬:২৬

অজয় ভাট

স্টিভ জবস, বিল গেটস, টিম কুক, সত্য নাদেলা- এরা সবাই আমাদের মাঝে পরিচিত। এরা শুধু বিখ্যাত ব্যক্তিত্বই না; অনেক বড় ব্যবসায়ীও বটে। এদের প্রত্যেকেই একেকটি ব্র্যান্ডের প্রতিশব্দ, যেগুলো না থাকলে একুশ শতকের এই আধুনিক বিশ্বকে কল্পনাই করা যেত না।

এদের নাম আপনি হয়তো জানেন। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্নভাবে আপনার জীবনকে সহজ করে দিয়েছে। বর্তমানে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করছি সেগুলোর ভিত্তি স্থাপন করে গিয়েছে তারাই। কিন্তু তাদের কয়জনের নাম আমরা জানি? হয়তো একজনেরও না। এর কারণ হলো- এরা সবসময় আড়ালে থেকে গেছেন। কখনও আলোয় আসেননি সেভাবে। আসুন দেখেন নিই সেরকম আড়ালে থাকা কয়েকজন নায়ককে-

অ্যাডা লাভলেস

অ্যাডা লাভলেস কম্পিউটারের জন্য একটি অ্যালগোরিদম তৈরি করেছিলেন যা এখন আর নেই। তাকে অনেকেই পৃথিবীর প্রথম প্রোগ্রামার বলে থাকেন। তিনি ১৮১৫ সালে জন্মগ্রহণ করেন। চার্লস ব্যাবেজ ১৮৪৫ সালে লাভলেসকে নিয়োগ দেন একটি যন্ত্র তৈরির কাজে যা বর্তমানে কম্পিউটার হিসেবে পরিচিত।

অ্যাডা লাভলেস ১৮৫২ সালে ৩৬ বছর বয়সে মারা যান। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। জীবিত থাকতে লাভলেস তার কাজের স্বীকৃতি পাননি। তবে বর্তমানে বিশ্বে প্রতি বছর অ্যাডা লাভলেস দিবস নামে একটি দিবস পালিত হয়।

হিডি লামার

হিডি লামারকে ১৯২০ এর দশকের স্ক্রিন স্টার বলা হয়ে থাকে। স্প্রেড-স্পেকট্রাম প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে তিনি মূল ভূমিকা পালন করেছিলেন। তার এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই বর্তমানের ব্লুটুথ, ওয়াই-ফাই এগুলো বিস্তার লাভ করেছে।

বারবারা লিসকভ

আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী বারবারা লিসকভ ম্যাসচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির-এর ইনস্টিটিউট প্রফেসর ছিলেন। লিসকভ সিএলইউ নামে একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ উদ্ভাবন করেন যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিত্তি স্থাপনে সহায়তা করেছে। এছাড়া তিনি থর নামে একটি অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেজ সিস্টেম চালু করেন। তার এসব উদ্ভাবনকে কাজে লাগিয়ে বিভিন্ন অপারেটিং সিস্টেম অনেক উন্নত হয়েছে।

অজয় ভাট

অজয় ভাট বহুল ব্যবহৃত ইউএসবি উদ্ভাবন করেন। এই ইউএসবি উদ্ভাবন না করলে আমাদের স্মার্টফোন চার্জ হতো না, ডাটা ট্রান্সফার হতো না এবং অনেক গ্যাজেট কাজ করতো না। ভাট একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কম্পিউটার প্রকৌশলী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
সর্বাধিক পঠিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন