X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অ্যাকাউন্ট আইডি সুরক্ষিত রাখার কিছু উপায়

দায়িদ হাসান মিলন
১৪ জুন ২০১৬, ১৮:১১আপডেট : ১৪ জুন ২০১৬, ১৮:১১

পাসওয়ার্ড সুরক্ষিত রাখার উপায়

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ই-কমার্স প্ল্যাটফর্ম ও ব্যাংকিং- সব ক্ষেত্রেই আমরা এখন ডিজিটাল সেবা ভোগ করে থাকি। এসব ডিজিটাল সেবার প্রায় প্রত্যেকটির জন্য আমাদের ইউজার অ্যাকাউন্টের দরকার হয়, যেগুলো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা হয়।

প্রতিটি ইউজার অ্যাকাউন্টেই ব্যবহারকারী ব্যক্তিগত এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও শেয়ার করে থাকেন। তাই এসব অ্যাকাউন্ট যাতে হ্যাক না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অ্যাকাউন্ট সুরক্ষিত না থাকলে ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ তথ্য অনেকের মাঝে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার কয়েকটি উপায়-

১. দীর্ঘ এবং জটিল পাসওয়ার্ড হ্যাকারদের জন্য অনুমান করা কঠিন। তাই হ্যাকিং এড়াতে প্রথমেই একটি বড় এবং জটিল পাসওয়ার্ড দেওয়া ভালো। এতে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়।

তবে এই দীর্ঘ পাসওয়ার্ডে নিজের সন্তানদের নাম, জন্মতারিখ ইত্যাদি ব্যক্তিগত তথ্য ব্যবহার না করাই ভালো। কারণ হ্যাকাররা নিয়মিত এসব ক্লু ব্যবহার করার মাধ্যমে হ্যাকিং-এর চেষ্টা করে। ডিফল্ট পাসওয়ার্ড যেমন-‘Password123’ এরকম পাসওয়ার্ড রাখাও ঠিক না। এছাড়া যেসব শব্দ ডিকশনারিতে সহজেই পাওয়া যায় সেগুলো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করাই উত্তম। অক্ষর, নম্বর এবং চিহ্নের সমন্বয়ে একটি দীর্ঘ পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখবে।

২. বিভিন্ন অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করা ঠিক না। কারণ এতে একটি অ্যাকাউন্ট হ্যাক হলে প্রত্যেকটি অ্যাকাউন্টই হ্যাক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এজন্য প্রতিটি অ্যাকাউন্টের ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড সহজেই মনে রাখতে বিভিন্ন পাসওয়ার্ড ম্যানেজার সার্ভিস ব্যবহার করতে পারেন।

৩. হ্যাকিং এড়াতে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দাঁতের সুরক্ষার জন্য যেমন নির্দিষ্ট সময় পর পর ব্রাশ পরিবর্তন করি তেমনি অ্যাকাউন্টের সুরক্ষার জন্যও নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

তবে পাসওয়ার্ড পরিবর্তন করে কখনোই আগে ব্যবহার করা হয়েছে এমন পাসওয়ার্ড দেওয়া যাবে না। যদি কোনও প্রতিষ্ঠান ঘোষণা দেয় যে- প্রতিষ্ঠানটি হ্যাক হয়েছে তবে আপনার তথ্য হ্যাক হয়নি, তারপরও নিজ দায়িত্বে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

৪. আপনার অ্যাকাউন্টকে আরও বেশি নিরাপদ রাখতে মাল্টি-ফ্যাক্টর আইডেন্টিফিকেশন ব্যবহার করতে পারেন যা প্রতিবার লগইনের সময় ভিন্ন মাধ্যমে আপনার কাছে অনুমতি চাইবে। যেমন- মোবাইলে মেসেজের মাধ্যমে কোড পাঠানো। এই কোড ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হবে না।

৫. আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করেন না সেটাকে ডিলিট কিংবা ডি-অ্যাক্টিভ করে রাখুন। এছাড়া অ্যাকাউন্টে কোনও স্প্যাম পেলে সঙ্গে সঙ্গেই সেখান থেকে বের হয়ে আসুন এবং অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভ করে দিন।

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হলে বন্ধুতালিকায় শুধু পরিচিতদের স্থান দিন। এছাড়া আপনার সব পোস্ট যেন শুধু আপনার বন্ধুরাই দেখতে পারে সে ব্যবস্থা করলে ভালো।

/এইচএএইচ/ 

আরও পড়তে পারেন: ‘আমার একটা আফসোস আছে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা