X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মধ্যবিত্তের জন্য আজকেরডিলের ঈদ আয়োজন

টেক ডেস্ক
২৩ জুন ২০১৬, ১৬:৩০আপডেট : ২৩ জুন ২০১৬, ১৬:৫৮

আজকেরডিল

অনলাইন শপিং মল আজকেরডিল ডট কম (www.ajkerdeal.com) ঈদকে সামনে রেখে গ্রহণ করেছে ব্যাপক প্রস্তুতি। সুবিশাল মধ্যবিত্ত গ্রাহক গোষ্ঠীর ঈদ শপিংকে ভাবনায় রেখে আজকেরডিল ঈদের যাবতীয় শপিং আইটেম যেমন পুরুষ, মহিলা ও শিশুদের ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য সামগ্রী, গৃহসজ্জার উপকরণ, মোবাইল, টেলিভিশনসহ  বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৩০ হাজার নতুন পণ্য ওয়েবসাইটে আপলোড করেছে। বৈচিত্র্যময় এসব পণ্যের মুল্য একেবারেই মধ্যবিত্তের নাগালের মধ্যে। আজকেরডিল ডট কমে গ্রাহকরা পাচ্ছেন ৫০০ থেকে ৮০০ টাকায় ছেলেদের চমৎকার সব কটন পাঞ্জাবি; মেয়েদের রুচিশীল আনস্টিচড বা রেডি-মেড  থ্রী-পিস রয়েছে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে, শাড়ির ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার ৮০০ টাকা বাজেটে আপনি পাবেন চোখ জুড়ানো সব শাড়ির কালেকশন। এছাড়া ৫০০ থেকে ৭৫০ টাকায় ছেলেদের এক্সপোর্ট কোয়ালিটি জিন্স, পোলো শার্ট, ৫০০ টাকার মধ্যে বাচ্চাদের পাঞ্জাবী, টি-শার্ট, ফ্রক, ২০০ থেকে ৩৫০ টাকায় মেয়েদের স্টাইলিশ সব গহনা পাওয়া যা্বে আজকেরডিল ঈদ কালেকশনে। বাহারি ডিজাইনের এসব পণ্যের সঙ্গে গ্রাহকদের জন্য থাকছে সুগন্ধি আতর, বেলোয়ারি চুড়িসহ বিভিন্ন চমকপ্রদ উপহার।

ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য ওয়েবসাইটে  বিশাল পণ্যসামগ্রী প্রদর্শনের পাশাপাশি আজকেরডিল গ্রাহকদের দিচ্ছে  বিকাশে মূল্য পরিশোধ করলেই নিশ্চিত ১৫ শতাংশ ক্যাশ ব্যাক।

বরাবরের মতই আজকেরডিলের গ্রাহকরা পাচ্ছেন ২৪ ঘণ্টা কাস্টমার কেয়ার সার্ভিস । ঈদের আগের দিন পর্যন্ত আজকেরডিলের দক্ষ কাস্টমার কেয়ার টিম নিয়োজিত থাকবে গ্রাহকদের বিরতিহীন সেবা দেওয়ার জন্য।

এখন থেকে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ –এই নয়টি প্রধান শহরে গ্রাহকের ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে। ফলে ঈদের ব্যস্ততম সময়ে এই নয়টি বড় শহরে বসবাসকারী গ্রাহকরা  আজকেরডিল থেকে তাদের পছন্দের ক্রয়কৃত পণ্যটি ঘরে বসেই পাবেন।

আজকেরডিল গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানের লক্ষ্যে গ্রাহক বান্ধব মূল্য ফেরত ও পণ্যের রিপ্লেসমেন্ট পলিসি গ্রহণ করেছে। এই পলিসি অনুযায়ী আজকেরডিল -এর যেকোনও গ্রাহক খুব সহজেই তার ক্রয়কৃত পণ্য পরিবর্তন করতে পারেন অথবা পণ্যের সম্পূর্ণ মূল্য ফেরত পেতে পারেন।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!