X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘সিটিসেলের টাকা আমরা নেবো কিনা সে সিদ্ধান্ত সরকারের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৭:৩৫আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:০৩

বক্তব্য রাখছেন বিটিআরসির চেয়ারম্যান মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কাছে সরকারের পাওনা রয়েছে ৪৭৭ কোটি টাকা। এই টাকা সিটিসেল ফেরত দিতে এলে তা নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত সরকার নেবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

বুধবার (৩ আগস্ট) রাজধানীর রমনায় বিটিআরসির সম্মেলন কক্ষে ‘দেশব্যাপী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের জিআইএস মানচিত্র’ অবমুক্তকরণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বলেন, সিটিসেলের কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তাদের বক্তব্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন সিটিসেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটিসেল টাকা ফেরত দিতে এলে আমরা তা নেব কিনা তা সরকারের সিদ্ধান্ত।

ড. শাহজাহান মাহমুদ আরও বলেন, বিটিআরসি গ্রাহকদের স্বার্থকে সবার আগে গুরুত্ব দেয়। সরকারের যেকোনও সিদ্ধান্তে সিটিসেলের গ্রাহকদের সমস্যা হলে বিটিআরসি তা দেখবে বলে তিনি জানান। 

সম্প্রতি বিটিআরসির জারি করা এক বিজ্ঞপ্তিতে সিটিসেলের গ্রাহকদের দুই সপ্তাহের মধ্যে বিকল্প কোনও অপারেটর খুঁজে নিতে বলা হয়েছে। এটা না করে কিছুদিনের মধ্যে চালু হতে যাওয়া এমএনপি (মোবাইলে নম্বর পোর্টেবিলিটি) পর্যন্ত অপেক্ষা করা যেত কিনা এমন প্রশ্নের বিটিআরসি চেয়ারম্যান বলেন, এমএনপি চালুর সঙ্গে সিটিসেলের বিষয়টির কোনও সম্পর্ক নেই। তিনি আবারও বলেন, আমরা গ্রাহকদের সব সময় বেশি প্রায়োরিটি দেই।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিটিআরসির কমিশনার জহুরুল হক বলেন, বিটিআরসির নিজস্ব যে আইন আছে (আইনের ৯৫ ধারা) সেই আইনে আগস্টের ১ তারিখেই সিটিসিল বন্ধ করে দিতে পারতো। কিন্তু গ্রাহকদের কথা ভেবে বিটিআরসি তা করেনি।

গ্রাহকসেবা বন্ধ হয়ে গেলে গ্রাহক যদি ক্ষতিপূরণের মামলা করে তাহলে বিটিআরসি কী করবে এমন এক প্রশ্নের জবাবে কমিশনার জহুরুল হক বলেন, বিটিআরসির বিরুদ্ধে মামলা করার কোনও সুযোগ নেই। গ্রাহকরা ক্ষতিপূরণ মামলাও করতে পারবে না। বিটিআরসির আইন এমনই।

বিটিআরসির সচিব সরওয়ার আলমের সঞ্চালনায় দেশব্যাপী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের জিআইএস মানচিত্র অবমুক্তকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, মহাপরিচালক ব্রি. জেনারেল এমদাদ উল বারী, ব্রি. জেনারেল ইকবাল আহমেদসহ আরও অনেকে। অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী  কতটুকু জায়গায় ফাইবার অপটিক ক্যাবল বসানো হয়েছে তা এই ম্যাপের মাধ্যমে সহজে জানা যাবে। 

আরও পড়ুন-  এবার ছুটির দিনে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের মহড়া

'সাউথশোর' নামে আসছে লালমাটিয়ার পিস স্কুল!
অভ্যুত্থান চেষ্টা থেকে জঙ্গিনেতা

/এইচএএইচ/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়