X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২০২১ সালের মধ্যে আসছে এক হাজার দেশীয় উদ্ভাবনী প্রকল্প

টেক রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৮:০৮আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৮:০৮

একটি উদ্ভাবনী প্রকল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে প্রতিমন্ত্রী

বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে চায়। বাড়াতে চায় নিজেদের উদ্ভাবনী যা দিয়ে বিশ্ব মাতাবে বাংলাদশে। অন্য দেশের প্রতি তাকিয়ে থেকে নয় বরং অন্য দেশকে তাক লাগিয়ে দিতে চায় বাংলাদেশ। বিভিন্ন কাজে ব্যবহার করতে চায় নিজেদের ইন্টারনেট পণ্য।

সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করতে চায় ১ হাজার উদ্ভাবনী প্রকল্প। এজন্য হাতে নিয়েছে ‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের তরুণরা তাদের নতুন নতুন উদ্ভাবনগুলো জমা দিয়ে বিস্তারিত ও বিস্তৃত পরিসরে কাজ করতে অনুদান নিচ্ছে সরকার থেকে। এরইমধ্যে এই কার্যক্রমের আওতায় প্রথম ধাপে ৯টি প্রকল্পকে অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে এক হাজার উদ্ভাবনী প্রকল্পের প্রথম ধাপের ৯টি প্রকল্পকে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আমি বিশ্বাস করি ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকেই কয়েকটি উদ্ভাবন বিশ্বে সাড়া জাগাবে। আমরা সেজন্য একটি ইনোভেশন ইকো-সিস্টেম ও স্টার্টআপ কালচার তৈরি করছি। এসব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আমরা ‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ কর্মযজ্ঞ শুরু করেছি। তিনি মনে করেন, দেশীয় উদ্ভাবন একদিন বিশ্বজয় করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) -এর নির্বাহী পরিচালক সৈয়দ আশরাফুল ইসলাম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদসহ আরও অনেকে।

অনুদান পাওয়া ৯টি উদ্ভাবনী হলো ভার্চুয়াল হেলথ সার্ভিসেস: আ ক্লাউড বেজড হেলথ সার্ভিসেস নেটওয়ার্ক ফর ডেভেলপিং কান্ট্রিজ, ডিজাইনিং অ্যান ইম্পিরিক্যাল ফ্রেমওয়ার্ক টু এস্টিমেট দ্য ড্রাইভার্স অ্যাটেনশন ইন রিয়েল টাইম, হিরোজ অব সেভেনটি ওয়ান: রিট্যালিয়েশন, মায়া আপা, হাটুরিয়া, ভয়েস, বিল্যান্সার, গো! ট্রাফিক ও বিডি মার্টিয়ান-১।

/এইচএএইচ/

 আরও পড়তে পারেন:  ৫টির বেশি সিম নয়, নতুন গ্রাহকদের জন্য

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা