X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপ ফোন নম্বর শেয়ার করবে ফেসবুকের সঙ্গে?

দায়িদ হাসান মিলন
২৯ আগস্ট ২০১৬, ১৭:২৭আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৭:২৭

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শিগগিরই ফেসবুক বিজ্ঞাপনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। কারণ হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের ফোন নম্বর মালিক প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে শেয়ার করা শুরু করবে। ফলে দুটি সাইটেই ব্যবহারকারী কী শেয়ার করেন তা ট্র্যাক করতে সুবিধা হবে। আর এগুলোর ওপর ভিত্তি করেই বিজ্ঞাপন ব্যবস্থাপনা করবে ফেসবুক।

এখন পর্যন্ত এটাই হোয়াটসঅ্যাপের অন্যতম বড় প্রাইভেসি আপডেটের ঘোষণা। এই প্রাইভেসি নীতি পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন এই প্রাইভেসি নীতি সম্পর্কিত কিছু বিষয় ব্যবহারকারীকে জানতে হবে।

১. আপনি যদি হোয়াটসঅ্যাপের এই নীতি পরিবর্তন সমর্থন না করেন এবং ফেসবুককে আপনার ফোন নম্বর দিতে না চান তাহলে আপনার হাতে মাত্র ৩০ দিন সময় আছে। এই সময়ের মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে হবে। আর যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে চান তবে নতুন পলিসি টার্ম গ্রহণ করতে হবে।

২. হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইতিমধ্যে ব্যবহারকারীদেরকে বোঝানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আবারও নিশ্চিত করে বলছে, হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের ফোন নম্বর সরাসরি বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রয় বা শেয়ার করবে না।

৩. আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অন্তত একদিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ তৃতীয় পক্ষের কোনও বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপে আসবে না।

৪. ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীর ফোন নম্বর শেয়ার করবে হোয়াটসঅ্যাপ। আর এই নম্বর দিয়েই ট্র্যাক করার মাধ্যমে ব্যবহারকারী সম্পর্কে বিভিন্ন তথ্য পাবে ফেসবুক। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কী ধরনের অপারেটিং সিস্টেম কিংবা স্মার্টফোন ব্যবহার করে এই তথ্যও ট্র্যাকিং -এর মাধ্যমে পাওয়া যাবে।

৫. ব্যবহারকারীদের সামনে ফেসবুক যে বিজ্ঞাপনগুলো আনবে সেগুলো কাস্টম অডিয়েন্সেস প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরা হবে। যে ব্যবহারকারী যেসব জিনিসের প্রতি আগ্রহী তাদের কাছে সেসব জিনিসের বিজ্ঞাপনই দেখানো হবে এই প্রোগ্রামের মাধ্যমে।

৬. হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতির পরিবর্তন হলেও এর এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচারটি ঠিকই থাকছে। এই ফিচারটি চালু করা হয় এ বছরের শুরুতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন